ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পোস্টে নিয়োগের পরীক্ষা সূচী
স্কিল বেঙ্গল ডেস্কঃ এবছর ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পোস্টে নিয়োগের পরীক্ষা সূচী ঘোষিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কয়েক লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পোস্টে আবেদন করেন। আই বি পি এস আয়োজিত এই পরীক্ষার মূল আকর্ষণ হল প্রায় ৬ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হয়। তাই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থীদের কাছে কবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়টি খুব ই গুরুত্বপূর্ণ। কারণ আগে থেকে যদি জানা থাকে কবে নাগাদ পরীক্ষা নেওয়া হবে তাহলে পরীক্ষার্থীদের পক্ষে ঠিকঠাক প্রস্তুতি নিতে সুবিধে হয়। তাই একঝলকে দেখে নেওয়া যাক আই বি পি এস আয়োজিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পোস্টে কবে নাগাদ পরীক্ষা নেওয়ার আশু সম্ভাবনা রয়েছে।
আই বি পি এস আয়োজিত ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পোস্টে প্রায় ১৬,০০০ শূন্য পদ রয়েছে। দেখে নিন পোস্ট অনুযায়ী মোট শূন্য পদ
Exam Name & Post | Vacancy |
CRP PO/MT-X for Vacancies of 2021-22 | 3517 |
CRP CLERKS-X for Vacancies of 2021-22 | 1557 |
CRP RRBs X | 10676 |
তালিকার আকারে সম্ভাব্য পরীক্ষাসূচী
তবে সবটাই নির্ভর করছে আগস্ট মাসে করোনা পরিস্থিতি কেমন থাকে তার ওপরে। যেহেতু এটি সর্বভারতীয় পরীক্ষা তাই সারা ভারতে করোনা পরিস্থিতি পরীক্ষা নেওয়ার মত না হলে , উল্লিখিত সময়ে পরীক্ষা নেওয়া হয়ত সম্ভব হবে না। তবে এই তারিখ টিকেই লক্ষ্য রেখে প্রস্তুতি নিলে আখেরে পরীক্ষার্থী দের ই লাভ।
দেখে নিন ৪৩ টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় অফিসার ( scale - l, ll, lll) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ( মাল্টিপারপাস ) পদে মোট ১০,৬৭৬ জন নিয়োগ এর বিস্তারিত তথ্য- CLICK HERE ।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন আই বি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ibps.in/ ।