ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রাজ্যের মোট ১০৩ টি নার্সিং ইন্সটিটিউটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ANM এবং GNM নার্সিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড।

এ বছর পরীক্ষা নেওয়া হবে ১১ ও ১২ জুন , ২০২২ সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা এবং ২ টা থেকে সাড়ে ৩ টে পর্যন্ত।

প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে অনলাইনে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি, ২০২২ সন্ধে ৬ টা।

 

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে

 

 

Activity

Date (with time)

1

Online application with payment of fees

 

28/01/22

2

Online correction and downloading revised confirmation page

29/01/22 to

31/01/22

4

Publication of Downloadable Admit Card

02/06/22 to 12/06/22

5

Date of Examinations:

11/06/22 and 12/06/22

6

Publication of Results

To be notified later

 

যোগ্যতা

যোগ্যতা ANM GNM
1. Gender কেবলমাত্র মহিলা পুরুষ ও মহিলা
2. Minimum Age ১৭ বছর (৩১/১২/২০২২ অনুযায়ী)  ১৭ বছর (৩১/১২/২০২২ অনুযায়ী) 
2. Maximum Age ৩৫ বছর (৩১/১২/২০২২ অনুযায়ী) ৩৫ বছর (৩১/১২/২০২২ অনুযায়ী) 
3. Language বাংলা / নেপালি তে পড়া, লেখা ও কথা বলায় পারদর্শী বাংলা / নেপালি তে পড়া, লেখা ও কথা বলায় পারদর্শী 
4.Education ইংরেজি একটি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ বা ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক পাশ বা ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (ইংরেজিতে ৪০% এবং মোট ৪০% নম্বর থাকতে হবে)। অথবা, এ এন এম পাশ অথবা,  ইংরেজি একটি বিষয় সহ হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাশ ।

এ এন এম পাশ হলে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

 

পরীক্ষা পদ্ধতি

ইংরেজি এবং লজিক্যাল রিজনিং ছাড়া প্রতিটি প্রশ্ন বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই হবে।

পরীক্ষার সিলেবাস

 

Category-1

Each Q carries 1 mark

(-ve marks = -1/4)

Category-2

Each Q carries 2 marks

(No -ve marks)

Total No. of Questions

Total Marks

 

No. of Questions

No. of Questions

 

 

Life Science

30

10

40

50

Physical Science

15

5

20

25

English

15

-

15

15

Mathematics

10

-

10

10

General Knowledge

10

-

10

10

Logical reasoning

5

-

5

5

Total

 

 

100

115

 

ANM GNM-2022 Question paper pattern

 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি, ২০২২ সন্ধে ৬ টা। আবেদনের ফি ৪০০ টাকা (এস সি / এস টি / ও বি সি / অনাথ প্রার্থী দের ৩০০ টাকা) জমা করতে হবে নেট ব্যাংকিং / ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে। 

আবেদন সম্পূর্ণ হয়ে গেলে কনফারমেসান পেজ প্রিন্ট করে নেবেন। এটি পরে কাজে লাগবে।

আবেদনের ওয়েবসাইট - Apply Now

 

পরীক্ষা কেন্দ্র

 

আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ