ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র সুপারিনটেনডেন্ট (সেকশন অফিসার) ও সাব - অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর -  A2/C/ 4 /2021 dt. 25.08.2021 । আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

পদ অনুযায়ী যোগ্যতা, বয়স ও শূন্য পদ


১) সাব - অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

যোগ্যতাঃ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ লাইসেন্সিয়েট হতে হবে।

বয়সসীমাঃ বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এস সি/ এস টি এর ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩ বছরের ছাড় আছে।

ক) ইলেকট্রিক্যালঃ শূন্যপদ - ২ (ST - ১, OBC - A - ১) । খ) মেকানিক্যালঃ শূন্যপদ - ২ (SC - ১, Differently Abled - ১)

বেতনক্রম - ৩৫,৮০০/-  -  ৯২,১০০/- টাকা

২) সিনিয়র সুপারিনটেনডেন্ট ( সেকশন অফিসার)


যোগ্যতাঃ  কমপক্ষে ৫বছরের অভিজ্ঞতা সহ গ্র্যাজুয়েট হতে হবে।

বয়সসীমাঃ কমপক্ষে ৩০ বছর ( বয়সের প্রমাণ পত্র জমা করতে হবে )।

শূন্যপদ - ১ (UGC - HRDC)(Non - Promotional)

বেতনক্রম - ৩৭,১০০/-  -  ৯৫,৫০০/- টাকা

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট  www.jaduniv.edu.in   থেকে। খামের বাইরে যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে তার নাম  এবং বিজ্ঞপ্তি নম্বর লিখতে হবে।


আবেদন ফি ২৫০/-  টাকা। তবে এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে লাগবে ১২৫/- টাকা।  টাকা জমা করা যাবে ক্রেডিট/ ডেবিট/ নেট ব্যাঙ্কিং/ রুপে কার্ড/ SBI ব্রাঞ্চ এ চালানের মাধ্যমে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট, ফি জমা করার রিসিট এর কপি সহ পূরণ করা আবেদনপত্র রেজিস্টার্ড ডাকে ১০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়- ‘Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700 032। 

একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথক ভাবে করতে হবে।

তবে ২০১৭ সালে যারা সিনিয়র সুপারিনটেনডেন্ট (সেকশন অফিসার) (Advt. No. A2/C/9/2017 dt. 1/2/2017  Ref. No. REC/N/409/17)পদে আবেদন করেছিলেন তাদের পুনরায় নথি পত্র সহ আবেদন করতে হবে কিন্তু এই বারে আর আবেদন ফি লাগবে না।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jaduniv.edu.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ