ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সরকারি সংস্থা NTPC তে ট্রেনি এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৮০ টি।  আবেদন করতে হবে অনলাইনে ২১ মে, ২০২১ থেকে ১০ জুন, ২০২১ -এর মধ্যে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। 

 

শিক্ষাগত যোগ্যতা


যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫% নম্বর সহ  ইঞ্জিনিয়ারিং  গ্রাজুয়েটরা আবেদনের যোগ্য। তবে SC, ST, PWBD প্রার্থীদের ক্ষেত্রে ৫৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।এবছরের ফাইনাল সেমিস্টার বা ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা-ও আবেদন করতে পারবেন। 

বিষয় ভিত্তিক ডিসিপ্লিন

 

               বয়সসীমা 

বয়স হতে হবে জেনারেল এবং EWS প্রার্থীদের জন্য ১০ জুন ২০২১ অনুযায়ী  ২৭ বছরের মধ্যে। এছাড়া অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। 

          নির্বাচন পদ্ধতি 

গেট (GATE 2021) পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রার্থী দের প্রথমে NTPC প্ল্যান্টে ১ বছরের ট্রেনিং দেওয়া হবে। সফলভাবে ট্রেনিং শেষ করলে ফাইনাল পোস্টিং পাওয়া যাবে। বেতনক্রম ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। 

 

          আবেদন পদ্ধতি  

আবেদন করতে হবে অনলাইনে ২১ মে, ২০২১ থেকে ১০ জুন, ২০২১ -এর মধ্যে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।   ওয়েবসাইট ২ টির ঠিকানা- (১) https://www.ntpccareers.net/ (২) https://www.ntpc.co.in/ । 

 এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন NTPC র অফিশিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ