ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন  রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ৫১১ জন কর্মী নিয়োগ করা হবে। নেওয়া হবে এই ২ টি পোস্টে –

(১) ট্রেনি ইঞ্জিনিয়ার –I

(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার -I

চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

যোগ্যতা

প্রথম শ্রেণীর নম্বর সহ এই সকল বিষয়ে ৪ বছরের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার - Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics।

এস সি / এস টি / প্রতিবন্ধী দের ক্ষেত্রে গ্রাজুয়েসানে পাশ নম্বর থাকলেই চলবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা দরকার  প্রোজেক্ট ইঞ্জিনিয়ার -I পোস্টের ক্ষেত্রে।

বয়স হতে হবে ১ আগস্ট, ২০২১ অনুযায়ী, ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে যথাক্রমে ২৫ ও ২৮ বছরের মধ্যে। এস সি/ এস টি ৩ বছর, ও বি সি ৫ বছর  এবং ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী দের ক্ষেত্রে ১০ বছর বয়সের ছাড় রয়েছে।

শূন্যপদ

(১)  ট্রেনি ইঞ্জিনিয়ার- মোট ৩০৮ টি (UR-124 EWS-31 OBC-83 SC-47 ST-23)।

(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার- মোট ২০৩ টি (UR-84 EWS-21 OBC-54 SC-30 ST-14)।

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE 

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ তে ডাকা হবে।   ইন্টারভিউ হবে অনলাইনে।  

বেতন

নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। চুক্তি অনুযায়ী মাসিক বেতন-

(১)  ট্রেনি ইঞ্জিনিয়ার- 1 st Year - Rs. 25,000/- টাকা।  2 nd Year - Rs. 28,000/-টাকা।  3 rd Year - Rs. 31,000/ টাকা।

(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-1 st Year - Rs. 35,000/- টাকা ।  2 nd Year - Rs. 40,000/- টাকা।  3 rd Year - Rs. 45,000/- টাকা।  4 th Year - Rs. 50,000/- টাকা।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ১৫ আগস্ট, ২০২১ এর মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি (only for General, EWS and OBC candidates) ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে ৫০০ টাকা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Click here to view the detailed advertisement

Click here to apply online

Click here to pay the application fee

Instructions for fee payment

Prescribed format for OBC Certificate

Prescribed format for EWS Certificate

Prescribed format for Persons With Disability Certificate (PwD)

Prescribed format for Scheduled Castes / Scheduled Tribes Certificate

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই মেল আই ডি তে-  hrcompsem@bel.co.in বা ফোন করতে পারেন এই নম্বরে-  080 -22195606 অথবা দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://bel-india.in/

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ