ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপ লাইন ডিভিশনের অন্তর্গত বিভিন্ন রিজিয়নে বিভিন্ন ট্রেডে ৪৬৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PL/HR/ESTB/APPR-2021। আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি click here 

অনলাইন আবেদনের লিঙ্ক-  https://plapps.indianoil.in/  

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী।  অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর। কেবল ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১৫ মাস।

যে যে রিজিয়নে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা হল - 


১) ওয়েস্টার্ন রিজিয়ন
ক) গুজরাট 
মোট আসন সংখ্যা - ৮৯টি
খ) রাজস্থান
মোট আসন সংখ্যা - ৪৩টি

২) ইস্টার্ন রিজিয়ন
ক) পশ্চিমবঙ্গ 
মোট আসন সংখ্যা - ৪৪টি
খ) বিহার
মোট আসন সংখ্যা - ৩৬টি
গ) আসাম
মোট আসন সংখ্যা - ২৮টি
ঘ) উত্তরপ্রদেশ
মোট আসন সংখ্যা - ১৮টি

৩) সাউথ ইস্টার্ন রিজিয়ন
ক) ওড়িশা
মোট আসন সংখ্যা - ৪৮টি
খ) ছত্তিশগড়
মোট আসন সংখ্যা - ৬টি
গ) ঝাড়খণ্ড
মোট আসন সংখ্যা - ৩টি

৪) নর্দার্ন রিজিয়ন
ক) হরিয়ানা
মোট আসন সংখ্যা - ৪১টি
খ) পাঞ্জাব
মোট আসন সংখ্যা - ১৩টি
গ) দিল্লী
মোট আসন সংখ্যা - ২০টি
ঘ) উত্তরপ্রদেশ
মোট আসন সংখ্যা - ২৬টি
ঙ) উত্তরাখণ্ড
মোট আসন সংখ্যা - ৬টি
চ) রাজস্থান
মোট আসন সংখ্যা - ৩টি
ছ) হিমাচল প্রদেশ
মোট আসন সংখ্যা - ৩টি

৫) সাদার্ন রিজিয়ন
ক) তামিলনাড়ু
মোট আসন সংখ্যা - ৩৩টি
খ) কর্ণাটক
মোট আসন সংখ্যা - ৩টি
গ) অন্ধ্রপ্রদেশ
মোট আসন সংখ্যা - ৬টি

যোগ্যতা - বিভিন্ন ট্রেডের যোগ্যতা ভিন্ন ।


১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 
ক) মেক্যানিকাল - মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশ/ কমপক্ষে এক বছরের আই টি আই পাশের পরে  দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে।
খ) ইলেকট্রিক্যাল - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশ/ কমপক্ষে এক বছরের আই টি আই পাশের পরে  দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে।
গ) টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন - ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশ/ কমপক্ষে এক বছরের আই টি আই পাশের পরে  দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে।

২) ট্রেড অ্যাপ্রেন্টিস
ক) অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স - ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
খ) অ্যাকাউন্ট্যান্ট - কমার্সে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৩) ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

৪) ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার্স) - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - ১ অক্টোবর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে এসসি/এসটি এর ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - The Apprentices Act, 1961/1973/ Apprentices Rules 1992 অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি - প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। MCQ টাইপ প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in এ ২৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে। তবে আবেদন করার আগে আবেদনকারীকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে NATS এর ওয়েব পোর্টাল - https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew/registermenunew.action  এবং অন্যান্য ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে NSDC এর ওয়েব পোর্টাল - https://apprenticeshipindia.org  তে রেজিস্টার করে নিতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট - https://plapps.indianoil.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ