ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের পুরসভাগুলিতে অ্যাসিস্ট্যান্ট, পরিবেশ বন্ধু, মজদুর সহ বিভিন্ন পোস্টে কয়েকশ কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন। 

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। বিভিন্ন পোস্টের বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এই প্রতিবেদনের মধ্যেই রয়েছে। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তির পি ডি এফ পাবেন নীচে দেওয়া তালিকায়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য 

পোস্ট - ১) পরিবেশ বন্ধু
বিজ্ঞপ্তি নম্বর - 5 of 2022
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - শারীরিক ভাবে সক্ষম এবং আউটডোর ডিউটি করার সমর্থ্য হতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে
বেতনক্রম - পে - লেভেল ১
নির্বাচন পদ্ধতি - পড়া এবং লেখার দক্ষতা ও ফিল্ড টেস্ট এই দুটি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ - ২৪ এপ্রিল, ২০২২
আবেদন মূল্য - ১৫০/- টাকা + প্রসেসিং ফি ৫০/- টাকা
এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি ৫০/- টাকা জমা করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

Advertisement No. Subjects Download
Advertisement No. - 5 of 2022 Recruitment Examincation, 2022 for Paribesh Bandhu under Kolkata Municipal Corporation. New Icon Download
Advertisement No. - 4 of 2022 Recruitment Examination, 2022 for Conservancy Mazdoor under Kolkata Municipal Corporation New Icon Download
Advertisement No. - 3 of 2022 Recruitment Examination, 2022 for Food Safety Officer under Kolkata Municipal Corporation New Icon Download
Advertisement No. - 2 of 2022 Recruitment Examination, 2022 for Deputy Manager under Kolkata Municipal Corporation New Icon Download
Advertisement No. - 1 of 2022 Recruitment Examination, 2022 for Junior Assistant under Kolkata Municipal Corporation. New Icon Download


পোস্ট - ২) মজদুর
বিজ্ঞপ্তি নম্বর - 4 of 2022
শূন্যপদ - ১০৪টি
যোগ্যতা -  ইংরেজি, বাংলা ভাষা তথা আঞ্চলিক ভাষাতে লেখা ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে
বেতনক্রম - পে - লেভেল ১
নির্বাচন পদ্ধতি - পড়া এবং লেখার দক্ষতা ও ফিল্ড টেস্ট এই দুটি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ - ২৪ এপ্রিল, ২০২২
আবেদন মূল্য - ১৫০/- টাকা + প্রসেসিং ফি ৫০/- টাকা
এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি ৫০/- টাকা জমা করতে হবে।

পোস্ট - ৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
বিজ্ঞতি নম্বর - 1 of 2022
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ। স্পোর্টস কোটাতে মাধ্যমিক পাশ।
বয়স - ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে  ৪০ বছরের মধ্যে
বেতনক্রম - পে লেভেল ৬
নির্বাচন পদ্ধতি - পরবর্তীকালে ওয়েবসাইটে প্রকাশিত করা হবে
আবেদনের শেষ তারিখ - ১৩ এপ্রিল, ২০২২
আবেদন মূল্য - ১৫০/- টাকা + প্রসেসিং ফি ৫০/- টাকা
এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি ৫০/- টাকা জমা করতে হবে।

পোস্ট - ৪) ফুড সেফটি অফিসার
বিজ্ঞপ্তি নম্বর - 3 of 2022
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - ফুড টেকনোলজি বা সমতুল্য বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে।
বেতনক্রম - পে লেভেল ১১
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ - ১৬ এপ্রিল, ২০২২
আবেদন মূল্য - ১৫০/- টাকা + প্রসেসিং ফি ৫০/- টাকা
এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি ৫০/- টাকা জমা করতে হবে।


পোস্ট - ৫) ডেপুটি ম্যানেজার
বিজ্ঞপ্তি নম্বর - 2 of 2022
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়স -  ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - পে লেভেল ১৬


নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদনের শেষ তারিখ - ১৬ এপ্রিল, ২০২২
আবেদন মূল্য - ১৫০/- টাকা + প্রসেসিং ফি ৫০/- টাকা
এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি ৫০/- টাকা জমা করতে হবে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।
আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে হবে অনলাইনে MSCWB এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.mscwb.org/

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন MSCWB এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.mscwb.org/

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ