ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ রাজ্যের কর্মপ্রার্থীরা এবার থেকে অনলাইনেই নিজেদের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত করতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই কর্মপ্রার্থীরা নিজেদের নাম অনলাইনে নতিভুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধন যাচাই এর জন্য আর সশরীরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাওয়ার দরকার পরবে না। অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই হবে।

সূত্রের খবর, অনলাইনে নাম নথিভুক্ত করার পর প্রার্থীরা আই ডি এবং পাসওয়ার্ড এর একটি এস এম এস পাবেন। যদি আবেদনপত্র বাতিল হয় সেক্ষেত্রে বাতিলের কারণ উল্লেখ করা এস এম এস পাবেন। সেক্ষেত্রে আবার নাম নথিভুক্তের সুযোগ পাওয়া যাবে।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করার ব্যাপারে যে কোনও সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা বাংলা সহায়তা কেন্দ্র বা তথ্য মিত্র কেন্দ্রে।  

যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে চান বা যারা প্রোফাইল আপডেট করতে চান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক নিচে দেওয়া হল - 

গুরুত্বপূর্ণ লিঙ্ক

১) এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তি – Registration Now

2) আপডেট প্রোফাইল   - Update Now

৩) পাসওয়ার্ড পরিবর্তন – Change Now

৪) জব সার্চ - Search Now

৫) মক টেস্ট - Test Now

৬) জেলাভিত্তিক এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ঠিকানা এবং যোগাযোগের নম্বর – Download PDF file

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ