অফিসার নিয়োগ করছে ESI
স্কিল বেঙ্গল ডেস্ক : সোশ্যাল সিকিউরিটি অফিসার পোস্টে কর্মী নিয়োগ করছে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) । পুরুষ ও মহিলা উভয়েই আবেদন এর যোগ্য।
আরও পড়ুন - কয়েক হাজার শূন্যপদ, আবেদন করুন আজই
আবেদন করতে হবে অনলাইনে ESIC এর অফিসিয়াল ওয়েবসাইটে ১২ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
মোট শূন্যপদ - ৯৩টি (UR-43, SC- 9, ST-8, OBC-24, EWS- 9)
আরও পড়ুন - WBCS এর পরীক্ষার তারিখ ঘোষণা করল পি এস সি
যোগ্যতা - যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশ। কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১২ এপ্রিল, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আরও পড়ুন - এপ্রিল মাসেই পরীক্ষা, দিনক্ষণ ঘোষণা করল SSC
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Read Now
নির্বাচন পদ্ধতি
চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা তিনটি ধাপে হবে।
আরও পড়ুন - রাতে ঘুমিয়ে থাকলেও এই কাজ করলে ইনকাম হবে ঝড়ের গতিতে
ধাপ - ১) প্রিলি পরীক্ষা - ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ১ঘণ্টা।
ধাপ - ২) মেন পরীক্ষা - মোট ২০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা।
ধাপ - ৩) কম্পিউটার স্কিল টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্ট - প্রতিটি পরীক্ষার মান ৫০ নম্বর এবং সময় সীমা ৩০ মিনিট।
প্রিলি ও মেন পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ অংশ নম্বর কাটা যাবে।
অনলাইন পরীক্ষার জন্য কল লেটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে দেখুন ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in এ ১২ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
অনলাইন আবেদনের লিঙ্ক - Apply Now
আবেদন করার সময় আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করে আবেদন পত্র পূরণ করতে হবে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে কেবল ২৫০/- টাকা আবেদন মূল্য জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং/মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে। টাকা জমা করার পর ই-রিসিট অবশ্যই বার করে রাখবেন।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in ।