প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেসানে কর্মী নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা
স্কিল বেঙ্গল ডেস্কঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেসানে এনফোর্সমেন্ট অফিসার এবং অ্যাকাউন্টস অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 51/2020 । লিখিত পরীক্ষা নেওয়া হবে ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে। সারা দেশ ব্যাপী কোভিড ১৯ এর কারণে এর আগে তিন বার পরীক্ষা সূচী ঘোষণা হওয়ার পর ও পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।
প্রসঙ্গত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অবজেক্টিভ টাইপের ২ ঘণ্টার লিখিত পরীক্ষায় থাকবে এই সকল বিষয়- i) General English ii) Indian Freedom Struggle. iii) Current Events and Developmental Issues. iv) Indian Polity & Economy. v) General Accounting Principles. vi) Industrial Relations & Labour Laws. vii) General Science & knowledge of Computer applications. viii) General Mental Ability & Quantitative Aptitude. ix) Social Security in India. মোট নম্বর ৩০০। প্রশ্ন থাকবে ১২০ টি। প্রতিটি প্রশ্নের মান ২.৫। নেগেটিভ মার্কস থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করলে নেওয়া হবে ইন্টারভিউ।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য- CLICK HERE
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ইউ পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.upsc.gov.in/ ।