ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সারা বিশ্ব জুড়ে করোনা মহামারীতে অনেকেরই কাজ নেই। তার ওপর কাজের আদবকায়দাও অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে। তাই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল শিক্ষা খুব ই জরুরি। অনেকেই সমস্যায় রয়েছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে। অনেকেরই ধারণা কম শিক্ষাগত যোগ্যতায় কি শিখবো? কোথায় শিখবো ? এই মহামারী পরিস্থিতিতে ট্রেনিং নেওয়ার খরচ ও চিন্তায় রেখেছে অনেককেই। সর্বোপরি, ট্রেনিং নেওয়ার পর আদৌ কাজ পাবো তো? এমনই অনেক প্রশ্নের উত্তর খুঁজতেই  আমাদের আজকের এই প্রতিবেদন। 

আপনি কি এমন কোনও কাজ চাইছেন যা বাড়িতে থেকেই করা যায়? বা, এমন কোনও কাজ খুঁজছেন যা এই লকডাউন পরিস্থিতিতেও ভালো রোজগারের সন্ধান দেবে? তাহলে ডেটা এন্ট্রি অপারেটারের কাজই আপনার জন্য উপযুক্ত। 

এবার বাড়িতে থেকেই ডেটা এন্ট্রি অপারেটারের ট্রেনিং নেওয়ার সুযোগ করে দিচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশান। তাও সম্পূর্ণ ফ্রি তে। ক্লাস নাইন বা টেন পাশ হলেই এই ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। কোর্সের নাম দেওয়া হয়েছে 'ডোমেস্টিক ডেটা এন্ট্রি  অপারেটার'।  ইংরেজী এবং হিন্দি এই দুই ভাষাতেই কোর্সটি করানো হবে। কোর্সের মেয়াদ ২০ ঘণ্টা। 

এই কোর্সে টাইপিং, কম্পিউটারের সাধারণ জ্ঞান সহ আনুষঙ্গিক বেশ কিছু জিনিস শেখানো হবে। কোর্স শেষে পাবেন সার্টিফিকেট। 

জেনে রাখা ভালো সারা বছরই ডেটা এন্ট্রি অপারেটর দের কাজের সুযোগ রয়েছে। কাজের জায়গায় নির্ভুল টাইপ এবং কি বোর্ডের স্পিড- এই দুটি দক্ষতা মূলত দেখা হয়। আপনি চাইলে বাড়িতে থেকেই ডেটা এন্ট্রির কাজ করতে পারেন। আর যদি অফিসে গিয়ে কাজ করতে চান সে সুযোগ তো থাকছেই।

এই মহামারী পরিস্থিতিতে রোজগারের সন্ধান পেলে সবার-ই উপকার হবে। তাই সোশ্যাল-মিডিয়া এবং পরিচিতদের মধ্যে খবরটি  শেয়ার করার অনুরোধ রইল। আপনার এই ছোট্ট উপকার একটা পরিবারের রোজগারের সুযোগ করে দিতে পারে। হাসি ফোটাতে পারে পরিবারের বাকি সদস্যদের মুখে। উপকৃত  হবে আপামর সমাজ।  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ