ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - PLR/Contractual/2022/02।

আবেদন করতে হবে অনলাইনে ৯ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ওভারম্যান

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।

বেতন - ৪৫,০০০/- টাকা

 

২) মাইন সার্ভেয়ার

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - মাইনিং ও মাইন সার্ভিং এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।

বেতন - ৪২,০০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ/স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

ইন্টারভিউ/স্কিল টেস্ট কবে হবে তা DVC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.dvc.gov.in/dvcwebsite_new1/ এর মাধ্যমে প্রকাশিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

কাজের গুণাগুণ অনুযায়ী আরো ২ বছর কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে DVC এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৯ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.dvc.gov.in/dvcwebsite_new1/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ