DRDO তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ রিক্রুটমেন্ট ও অ্যাসেসমেন্ট সেন্টার (RAC) এর তত্ত্বাবধানে DRDO তে ৬৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 140।
আরও পড়ুনঃ
আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরবর্তী ২১ দিনের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে সায়েন্টিস্ট নিয়োগ করা হবে সেগুলি হল-
১) ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১৩৫টি, ADA - ১২টি, DST - ২টি
২) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১৩২টি, ADA - ১৭টি, DST - ১টি
৩) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১০৪টি, ADA - ৪টি, DST - ২টি
৪) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ২৫টি, ADA - ২টি, DST - ১টি
৫) মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/মেটালার্জি ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১৫টি
৬) ফিজিক্স
শূন্যপদ - DRDO - ২৪টি
৭) কেমিস্ট্রি
শূন্যপদ - DRDO - ২৫টি
৮) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১৬টি, DST - ১টি
৯) অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ২২টি, ADA - ৭টি
১০) ম্যাথেমেটিকস
শূন্যপদ - DRDO - ৭টি
১১) সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ৬টি
১২) ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DRDO - ১টি, ADA - ১টি
১৩) মেটেরিয়াল সায়েন্স
শূন্যপদ - DRDO - ৯টি
১৪) নেভাল আর্কিটেকচার
শূন্যপদ - DRDO - ৩টি
১৫) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - DST - ১টি
১৬) অ্যাটমস্ফেরিক সায়েন্স
শূন্যপদ - DRDO - ১টি
১৭) মাইক্রোবায়োলজি
শূন্যপদ - DRDO - ৩টি
১৮) বায়োকেমিস্ট্রি
শূন্যপদ - DRDO - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে DRDO এর ক্ষেত্রে ২৮ বছর, DST এর ক্ষেত্রে ৩৫ বছর এবং ADA এর ক্ষেত্রে ৩০ বছর।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ৮৮,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
GATE পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর, ২০২২।
পরীক্ষার ধরণ, সিলেবাস, নম্বর, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন RAC এর অফিসয়াল ওয়েবসাইট https://rac.gov.in ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরবর্তী ২১ দিনের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে RAC এর অফিসয়াল ওয়েবসাইট https ://rac.gov.in এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RAC এর অফিসয়াল ওয়েবসাইট https ://rac.gov.in।