ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা "ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশান অফ ইন্ডিয়া লিমিটেড" জুনিয়র ম্যনেজার, এগজিকিউটিভ এবং জুনিয়র এগজিকিউটিভ সহ ১০৭৪ জন কর্মী নিয়োগ করবে। 


            আবেদন করতে হবে অনলাইনে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশান অফ ইন্ডিয়া লিমিটেড এর ওয়েবসাইটে । আবেদনের শেষ তারিখ- ২৩/ ০৫/২০২১, রাত্রি ১১ টা ৪৫ পর্যন্ত। কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়, জুন ২০২১। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

পোস্ট -জুনিয়র এক্সিকিউটিভ (operations & BD) 


পোস্ট কোড : ৩৩
শিক্ষাগত যোগ্যতা : ৬০% নম্বর সহ মাধ্যমিক এবং apprenticeship বা  স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ ITI পাশ করতে হবে। বা যে কোনও শাখায় গ্র্যাজুয়েট। 
মোট শূন্যপদঃ ২২৫(UR:৯০,SC:৩৪,ST:১৭,OBC-NCL :৬১,EWS:২৩)

পোস্ট - এক্সিকিউটিভ ( operations & BD)


পোস্ট কোড - ২৪
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ গ্রাজুয়েট হওয়া প্রয়োজন। 
মোট শূন্যপদঃ ২৩৭(UR: ৯৬,SC:৩৬,ST:১৭,OBC-NCL:৬৫,EWS:২৩)


পোস্ট - জুনিয়র ম্যনেজার( সিভিল)

বেতনকাঠামো : ৫০,০০০ থেকে ১,৬০,০০০
পোস্ট কোড : ১১ 
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ সিভিল ইইঞ্জিনিয়ারিং-এ ব্যচেলর ডিগ্রি থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৩১ (অসংরক্ষিত : ১৪, SC : ৪, ST :২, OBC-NCL:৮, EWS:৩)


পোস্ট - জুনিয়র ম্যনেজার ( operations & BD) 


পোস্ট কোড : ১২
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ দু-বছরের MBA/PGDBA/PGDBM/ PGDM -এর কোর্স করা থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৭৭( UR:৩৪,SC:১১,ST:৫,OBC-NCL:২০,EWS:৭)


পোস্ট-জুনিয়র ম্যনেজার ( মেক্যানিকাল)


পোস্ট কোড : ১৩
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে ব্যচেলর ডিগ্রি থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৩( অসংরক্ষিত )


পোস্ট - এক্সিকিউটিভ ( সিভিল)


বেতনকাঠামো : ৩০,০০০-১,২০,০০০
পোস্ট কোড -২১ 
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা থাকতে হবে।
মোট শূন্যপদ :৭৩(UR:৩২,SC:১১,ST:৮,OBC-NCL:১৬,EWS:৬)


পোস্ট- এক্সিকিউটিভ (ইলেকট্রিকাল)


পোস্ট কোড :২২
শিক্ষাগত যোগ্যতা ঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ ইলেকট্রনিকাল বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৪২(অসংরক্ষিত : ১৬,SC: ৬,ST: ৪,OBC:১২,EWS:৪)


পোস্ট - এক্সিকিউটিভ ( singnal & tele communication) 


পোস্ট কোড - ২৩
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট পদ অনুসারে বিষয়ভিত্তিক ৩ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৮৭(UR: ৩৫,SC:১২,ST:৮,OBC-NCL:২৪,EWS:৮)

পোস্ট - এক্সিকিউটিভ (মেক্যানিকাল)


পোস্ট কোড : ২৫
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং-এর ৩ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। 
মোট শূন্যপদঃ ৩ (অসংরক্ষিত)


পোস্ট - জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিকাল)

 
বেতনকাঠামো :২৫,০০০ থেকে ৬৮,০০০ 
পোস্ট কোড -৩১ 
শিক্ষাগত যোগ্যতা : ৬০% নম্বর সহ মাধ্যমিক এবং apprenticeship বা  ৬০% নম্বর সহ ইলেকট্রিকাল, বা ইলেকট্রিশিয়ান, বা wireman -এর অন্তত দু'বছরের আই টি আই কোর্স থাকতে হবে।  
মোট শূন্যপদঃ ১৩৫(UR:৫৭,SC:২২,ST:১১,OBC-NCL:৩৪,EWS:১১)


পোস্ট-জুনিয়র এক্সিকিউটিভ 


পোস্ট কোড - ৩২
শিক্ষাগত যোগ্যতা - ৬০% নম্বর সহ মাধ্যমিক এবং apprenticeship বা  কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিকাল বিষয়ে অন্তত দু'বছরের আই টি আই কোর্স থাকতে হবে।
মোট শূন্যপদঃ ১৪৭(UR: ৬২,SC:২৩,ST:১২,OBC-NCL:৩৭,EWS: ১৩)


পোস্ট - জুনিয়র এক্সিকিউটিভ ( মেক্যানিকাল) 


পোস্ট কোড : ৩৪
শিক্ষাগত যোগ্যতা : ৬০% নম্বর সহ মাধ্যমিক এবং apprenticeship বা ITI অনুমোদিত মেক্যানিকাল বিষয়ে অন্তত ৬০% নম্বর সহ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দু'বছরের কোর্স থাকা চাই।

বয়সসীমা


জুনিয়র ম্যনেজার - ১৮-২৭
এক্সিকিউটিভ ম্যনেজার - ১৮-৩০
জুনিয়র এক্সিকিউটিভ - ১৮-৩০


আবেদনের ফি


১)জুনিয়র ম্যনেজার  ( UR/ OBC-NCL /EWS) - ১০০০ টাকা।
২)এক্সিকিউটিভ ( UR/OBC-NCL/ EWS) -
৯০০ টাকা।
৩)জুনিয়র এক্সিকিউটিভ ( UR/ OBC-NCL / EWS) - ৭০০ টাকা। 

SC,ST এবং e-serviceman -দের কোনো ফি লাগবে না।

 

নিয়োগ পদ্ধতি

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসয়াল ওয়েবসাইট। 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ