ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আপনি কি হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে এমন কোনও মেসেজ পেয়েছেন ? যেখানে লেখা আছে  আপনার লোন শোধ করুন 'CASHGO app' এর মাধ্যমে। সেই মেসেজের মধ্যেই একটি লিঙ্ক দিয়ে দেওয়া আছে যেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাপ টি ডাউনলোড করতে বলা হয়েছে। 

যদি এমনটা হয় তাহলে সাবধান।

কারণ কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে এটি ফেক মেসেজ। ভুলেও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। 

দেখে নিন ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর টুইট

 

এমন কোনও মেসেজ আপনার ফোনে এসে থাকলে নিকটবর্তী থানাতে জানান বা যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এই নম্বরে - 9836513000 বা মেল করতে পারেন এই আইডি তে- jtcpcrime@kolkatapolice.gov.in। 

সাইবার অপরাধীরা বিভিন্নভাবে সাধারণ মানুষ কে ফাঁদে ফেলেন। কখনো মেসেজ, ফোন কল বা মেল করেন। আপনারা যাতে সাইবার অপরাধীদের পাতা ফাঁদের শিকার না হন তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। 

স্কিল বেঙ্গল এর পাঠক রাও যাতে সচেতন হন তার জন্যই এই বিশেষ প্রতিবেদন। নিজে সচেতন হওয়ার পাশাপাশি আর ৫ জন ও যাতে সচেতন হয় তার জন্য এই খবরটি শেয়ার করতে ভুলবেন না যেন। 

জীবনে চলার পথে নিজেদের দক্ষ করে তুলতে এবং প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ -  স্কিল বেঙ্গল এ। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ