ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে স্বনির্ভরতার লক্ষ্যে কর্মমুখী স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এই স্পেশাল ট্রেনিং এর সুযোগ পাবেন রাজ্যের সংখ্যালঘু (বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, পারসি, শিখ) ছেলেমেয়েরা। 

ট্রেনিং করানো হবে কেন্দ্রীয় সরকারের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারে। প্রতিষ্ঠানের হোস্টেলে থেকে পড়াশুনো করতে হবে। হোস্টেল খরচ, কোর্স ফি এর পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার বহন করবে। এর জন্য ছাত্র ছাত্রীদের কোন খরচ করতে হবে না। 

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে ১৫ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে এই ওয়েবসাইটে https://www.wbmdfc.org/ । 

যোগ্যতা অনুযায়ী কোন কোর্স করলে কি কাজ পাবেন

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ