দক্ষতা বৃদ্ধিতে স্কুলগুলিতে চালু হতে চলেছে ভোকেশনাল কোর্স
স্কিল বেঙ্গল ডেস্কঃ যুগের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে দেশের যুব সম্প্রদায় কে ঠিকঠাক দক্ষ করে গড়ে তুলতে স্কুলগুলিতে চালু হতে চলেছে ভোকেশনাল কোর্স। কেন্দ্রের ফ্লাগশিপ স্কিলিং প্রোগ্রাম "প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০" র অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২০-২০২১ এর আর্থিক সমীক্ষার রিপোর্টে পার্লামেন্টে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের ভাবনা চিন্তা চলছে।
সার্ভে রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম মানুষদের মধ্যে মাত্র ২.৪ শতাংশের প্রথাগত বৃত্তিমূলক প্রশিক্ষণ রয়েছে, অপরদিকে ৮.৯ শতাংশ ইনফরমাল প্রশিক্ষণ রয়েছে। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের সমস্ত স্কুলে ধাপে ধাপে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০ র অধীনে ২০২০-২০২১ সেশনে প্রায় ৮ লক্ষ ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে তোলার লক্ষ মাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার প্রথম ভার্সান চালু হয়েছিল। উদ্দেশ্য ছিল ' স্কিল ট্রেনিং' দিয়ে কম সময়ে প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ তৈরি করা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০ এ যে ৮ লক্ষ ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে তোলার লক্ষ মাত্রা নেওয়া হয়েছে তার মধ্যে পরিযায়ী স্রমিক রাও থাকবে বলে বিশেষ সূত্রে জানা গেছে।