ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :  যাদবপুর বিশ্ববিদ্যালয় ২০২১ - ২২ শিক্ষাবর্ষে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে। আবেদন করতে হবে অনলাইনে ৩০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

কোর্সের মেয়াদ দুই বছর। আসন সংখ্যা - ৫০টি (কমপক্ষে ২০জন ছাত্রছাত্রী ভর্তি না হলে কোর্স পরিচালিত হবে না)
সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আসন সংরক্ষিত।

যোগ্যতা - যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

ক্লাস শুরু হবে ২৪ জানুয়ারি, ২০২২ এ। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস নেওয়া হবে। সপ্তাহে সোম, মঙ্গল ও শুক্রবার করে বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যে ৭:৩০টা পর্যন্ত ক্লাস হবে। এর বাইরেও কিছু ক্লাস থাকবে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

নির্বাচন পদ্ধতি


গ্রুপ ডিসকাশন এবং / অথবা অনলাইন পদ্ধতিতে রোল প্লে এর মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ৩০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে। আবেদন পত্রটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.jaduniv.edu.in/  থেকে ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল আবেদনপত্র পেতে ক্লিক করুন  এখানে


টেস্টিমোনিয়াল সহ পূরণ করা আবেদন পত্র পিডিএফ এর আকারে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ccsssju@gmail.com

যে যে গুরুত্বপূর্ণ তথ্য জমা করতে হবে সেগুলি হল - 
১) ১ কপি রিসেন্ট স্ট্যাম্প/পাসপোর্ট সাইজ ছবি
২) বয়সের প্রমাণ পত্র (যে কোন)
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৪) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)

কিছু গুরুত্বপূর্ণ তারিখ :-
১) আবেদন পত্র জমা করার শেষ তারিখ - ৩০ ডিসেম্বর, ২০২১
২) স্ক্রিনিং এর তারিখ - ৩ জানুয়ারি, ২০২২ থেকে ৬ জানুয়ারি, ২০২২ পর্যন্ত
৩) প্রভিশনাল লিস্ট প্রকাশিত হবে - ১৩ জানুয়ারি, ২০২২
৪) ভর্তি নেওয়া হবে - ১৪ জানুয়ারি, ২০২২ থেকে ২০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত
৫) অনলাইন ভেরিফিকেশন - ২১ জানুয়ারি, ২০২২
৬) ভর্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট (প্রযোজ্য ক্ষেত্রে) - ২২ জানুয়ারি, ২০২২
৭) ক্লাস শুরু হবে - ২৪ জানুয়ারি, ২০২২

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.jaduniv.edu.in/  বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে  - (033) 2457 2481/8697060171/7980296848/9339876978।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ