ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2021) মাধ্যমে  কোর্স করিয়ে ৩৩৯ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 11/2021.CDS-II । নন - টেকনিক্যাল অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য মহিলারা আবেদন করতে পারবেন।  পরীক্ষা হবে ১৪ নভেম্বর,২০২১। আবেদন করতে হবে অনলাইনে ইউ পি এস সি এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ - ২৪আগস্ট, ২০২১ ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE 

আবেদনের লিঙ্ক   click Here

কোর্স অনুযায়ী যোগ্যতা, বয়স এবং শূন্যপদের সংখ্যা

১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি 


    ট্রেনিং কোর্স শুরু হবে - ২০২২সালের জুলাই মাসে।
     শূন্যপদ - ১০০
     বয়সসীমা - ১৮ থেকে ২৩ বছর (জন্মতারিখ ২ জুলাই, ১৯৯৮ থেকে ১জুলাই,   ২০০৩ সালের মধ্যে ) 
     যোগ্যতা - গ্র্যাজুয়েট 


       
২) ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি


     ট্রেনিং কোর্স শুরু হবে - ২০২২সালের জুলাই মাসে।
      শূন্যপদ - ২২
       বয়সসীমা - ১৮ থেকে ২৩ বছর ( জন্মতারিখ ২ জুলাই, ১৯৯৮ থেকে ১জুলাই,    ২০০৩ সালের মধ্যে)
      যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং  গ্র্যাজুয়েট 

 

৩) এয়ার ফোর্স অ্যাকাডেমি 


ট্রেনিং কোর্স শুরু হবে - ২০২২সালের জুলাই মাসে।
      শূন্যপদ - ৩২
      বয়সসীমা - ২০ থেকে ২৪ বছর (জন্মতারিখ ১জুলাই, ২০২২ অনুযায়ী, ২জুলাই, ১৯৯৮ থেকে ১জুলাই, ২০০২ এর মধ্যে)  তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ছাড় আছে ২৬ বছর পর্যন্ত। ২৫ বছরের নিচে যারা আবেদন করবে তাদের অবিবাহিত হতে হবে। ২৫ বছরের ঊর্ধ্ব বিবাহিত পুরুষেরা ট্রেনিংয়ের সময় নিজের পরিবারের সাথে থাকতে পারবেন না।
যোগ্যতা - ভৌতবিজ্ঞান ও গণিত বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং বা যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে।

 

৪) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি


ট্রেনিং কোর্স শুরু হবে - ২০২২সালের অক্টোবর মাসে।
শূন্যপদ - ১৬৯
 বয়সসীমা - ১৮ থেকে ২৪ বছর। (জন্মতারিখ ২ জুলাই, ১৯৯৭ থেকে ১জুলাই,    ২০০৩ সালের মধ্যে ) 

  যোগ্যতা - গ্র্যাজুয়েট 

 

৫) নন টেকনিক্যাল অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি


ট্রেনিং কোর্স শুরু হবে - ২০২২সালের অক্টোবর মাসে।
শূন্যপদ - ১৬
বয়সসীমা - ১৮ থেকে ২৪ বছর ( জন্মতারিখ ২ জুলাই, ১৯৯৭ থেকে ১জুলাই,    ২০০৩ সালের মধ্যে)।  এমন বয়সের কেবল অবিবাহিত/ বিধবা (সন্তানহীন)/ ডিভোর্সি (সন্তানহীন) মহিলারা  আবেদনের যোগ্য।

তবে মনে রাখতে হবে, পুরুষদের ক্ষেত্রে ডিভোর্সি/ বিধবা হলে তারা কোনো ক্ষেত্রেই আবেদন করতে পারবেন না।

  যোগ্যতা - গ্র্যাজুয়েট 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

নির্বাচন পদ্ধতি


 প্রথমে অবজেকটিভ টাইপ লিখিত পরীক্ষা হবে।  কালো পেন দিয়ে ও এম আর (OMR) শীটে উত্তর দিতে হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কাটা যাবে।


আই এম এ, এয়ার ফোর্স ও নেভির জন্য যে যে বিষয়ে পরীক্ষা হবে তা হল -


১) ইংরেজি ( পূর্ণমান -১০০, সময় - ২ঘণ্টা)
২) জেনারেল নলেজ ( পূর্ণমান -১০০, সময় - ২ঘণ্টা)
৩) এলিমেন্টারি ম্যাথামেটিকস ( পূর্ণমান -১০০, সময় - ২ঘণ্টা)

এস এস সি এর জন্য যে বিষয়গুলোতে পরীক্ষা হবে তা হল - 


১) ইংরেজি ( পূর্ণমান -১০০, সময় - ২ঘণ্টা)
২) জেনারেল নলেজ ( পূর্ণমান -১০০, সময় - ২ঘণ্টা)

লিখিত পরীক্ষায় পাশ করলে নির্বাচিত প্রার্থীদের সাইকোলজিক্যাল ও ইন্টেলিজেনস পরীক্ষার জন্য সার্ভিস সিলেকশন সেন্টারে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড থেকে ডাকা হবে। মেডিক্যালি ফিট এবং নির্দিষ্ট উচ্চতা, দেহের ওজন প্রভৃতি যথাযথ হলেই সব মিলিয়ে প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে ইউ পি এস সি র এই অফিসিয়াল ওয়েবসাইটে - http://upsconline.nic.in। আবেদনের শেষ তারিখ - ২৪ আগস্ট, ২০২১ ( সন্ধ্যে ৬টা ) এর মধ্যে। 
আবেদন ফি ২০০টাকা। তবে মহিলা/ এস সি/ এস টি দের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। আবেদন ফি সরাসরি জমা করা যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর শাখাতে কিংবা অনলাইনে Visa/ Master/ Rupay / Credit Card এর মাধ্যমে। টাকা জমা করার পরে রিসিট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে। 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইউ পি এস সি র অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in/  বা 
ফোন করতে পারেন এই নম্বরে - ০১১-২৩৩৮৫২৭১/ ০১১-২৩৩৮১১২৫/ ০১১-২৩০৯৮৫৪৩।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ