এবার রাজ্য সরকারের উদ্যোগে সিভিল সার্ভিসের প্রস্তুতি
সৌমি ঘোষঃ সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলা। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ছে। কিন্তু প্রস্তুতির উপযুক্ত পরিকাঠামো না থাকায় সাফল্যের হার অনেকটাই কম ।
পরীক্ষার্থীরা যাতে করে রাজ্যেই সঠিক প্রস্তুতি পায় তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সারা রাজ্যে ২৬ টি সিভিল সার্ভিস সেন্টার তৈরীর উদ্যোগ নিলেন।
নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা বিকাশের ক্ষেত্রে একাধিক সরকারি পদক্ষেপ গ্রহন করবার কথাও জানিয়েছেন।
এই কোচিং সেন্টারগুলিকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম বাঙালি আইসিএস। তাই তার নামাঙ্কিত এই প্রতিষ্ঠানে হাব অ্যান্ড স্পোক মডেল অনুযায়ী কার্যক্রম চলবে।
রাজ্যের মেধাবি পড়ুয়াদের পেশাগত ভবিষ্যত গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও যুক্ত করা হয়েছে বিভিন্ন ট্রেনিং সেন্টার যারা একত্রে UPSC র জন্য তৈরি করবে ছাত্র ছাত্রীদের। রাজ্যে ইতিমধ্যে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান সিভিল সার্ভিসের প্রস্তুতি দেয় তাদের কেও শর্ত সাপেক্ষে এই ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের নতুন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন মহল। কীভাবে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন জানতে দেখুন অফিসিয়াল অয়েবসাইট - csscwb.in