ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কৃষিজাত দ্রব্যের আমদানি রপ্তানি ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। এই কোর্সটি ট্রেড প্রমোশান কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেন ট্রেডের যৌথ উদ্যোগে পরিচালিত হবে।

আমদানি রপ্তানি ম্যানেজমেন্ট, বৈদেশিক বানিজ্যের নিয়ম কানুন, করোনা পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য পরিচালনা সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস এই কোর্সে শেখানো হবে। আমদানি  রপ্তানি ম্যানেজমেন্টের সার্টিফায়েড ব্যক্তিদের বিভিন্ন স্টার্ট আপ, এম এন সি বা আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য করে এমন কোম্পানিতে নিয়োগ করা হয়। 

যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা ২ বছর কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। 

মোট ৬ মাসের কোর্স। ক্লাস শুরু চলতি বছরের নভেম্বর মাসে। ক্লাস হবে প্রতি রবিবার বেলা ১০ টা থেকে ১ টা এবং ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। কোর্স ফি ৮০,০০০ টাকা।  

Dowload Brochure CLICK HERE

#TPCI

#IIFT

আবেদন পদ্ধতি

আবেদন করা যাবে অনলাইন বা অফলাইনে। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২১। 

অফলাইন ফর্ম - CLICK HERE 

অনলাইন আবেদনের লিঙ্ক- CLICK HERE

আবেদন ফি ২০০ টাকা। 

অফলাইনে আবেদন করলে আবেদনপত্র পাঠাতে হবে এই ২ টি মেল আই ডির যে কোনও ১ টি তে-

(১) Ms. Ridhi Verma
Joint Director
Email: admin2@tpci.in 


(২) Ms. Versha Kalra
Executive Officer
Email: versha.kalra@tpci.in

বা পাঠাতে পারেন  নিম্নলিখিত ঠিকানায় 

Trade Promotion Council of India
9, 2nd Floor, Scindia House, Connaught Circus,
New Delhi - 110001, India

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.tpci.in/ বা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ঠিকানায় -

(১) Dr. Papiya Ghosh
Program Director
Ph: 011-39147200 Ext: 410
E-mail: papiya@iift.edu

(২) Ms. Richa Dua
Marketing Executive
Ph: 011-39147200 Ext: 602, Mob:
9650875969
E-mail: richa@iift.edu 


(৩) Mr. Bharat Khanijo
Program Assistant
Ph: 011-39147200-05 (Ext-422),
011-39147315 (D)
E-mail: bharat@iift.edu 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ