ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার এবং আমরি হাসপাতালের যৌথ উদ্যোগে ক্লিনিক্যাল রিসার্চের ফার্মাকোভিজিলেন্স এর উপর সার্টিফিকেট কোর্স এ ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

কোর্সের মেয়াদ ৯ মাস।

Click Here For Detail 

যোগ্যতা - বি.ফার্ম/বি.ফার্ম (আয়ুর্বেদিক)/এম.ফার্ম(আয়ুর্বেদিক)/এম বি বি এস/এম.ডি/বি.ডি.এস/এম.ডি.এস/নার্সিং/বি এইচ এম এস/বি ভি এস সি/প্যারামেডিকেলে ডিপ্লোমা কোর্স/জীবন বিজ্ঞানে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

কোর্সের ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি, ২০২২ থেকে।

Admission Notice - Clinical Research Centre (CRC) :

Certificate course on Pharmacovigilance in Clinical Research

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে সংগ্রহ করতে হবে।
যোগাযোগের ঠিকানা - 
' Director, Clinical Research Centre (CRC)
Jadavpur University,
Kolkata - 700032 '


ভর্তি হওয়ার তারিখ ১৭ এবং ১৮ জানুয়ারি, ২০২২।

আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9088401354।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ