ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধীনস্থ দ্য সেন্টার ফর ট্রান্সলেশন অফ ইন্ডিয়ান লিটারেচারস (CENTIL) এ ২০২১ - ২২ শিক্ষাবর্ষে অনুবাদের উপর সার্টিফিকেট কোর্স এ ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে ৬ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

কোর্সের মেয়াদ - ৬ মাস। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ক্লাস হবে।
সপ্তাহের তিন দিন সোম, বুধ ও শুক্র সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত ক্লাস হবে পরিস্থিতি অনুযায়ী, -  অনলাইন বা অফলাইন  । ট্রান্সলেশন ওয়ার্কশপ দুই থেকে পাঁচ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হতে পারে। 
আসন সংখ্যা সীমিত।

যোগ্যতা - ইংরেজি এবং বাংলা/হিন্দি/নেপালি ভাষাতে জ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

 Certificate Course on Translation as a skill

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রের সাথে একটি  প্রবন্ধ ইমেল করে পাঠাতে হবে। প্রবন্ধের লেখার উপর ভিত্তি করে ছাত্র - ছাত্রীদের নির্বাচিত করা হবে। ' The relevance of Translation ' অর্থাৎ ' অনুবাদের প্রাসঙ্গিকতা ' এর উপরে ইংরেজি/হিন্দি/বাংলা/নেপালি ভাষাতে ১০০০ থেকে ১৫০০ টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে ৬ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল www.jaduniv.edu.in/announcement  থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে তারপর তা পূরণ করে মেল করতে হবে। ইমেল পাঠানোর ঠিকানা - centiliu@gmail.com

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.jaduniv.edu.in/announcement  বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9674526544/8900664235 এবং (033)245 72156।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ