ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা NHPC লিমিটেডে শতাধিক জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NH/Rectt./05/2021। আবেদন করতে হবে অনলাইনে NHPC এর অফিসিয়াল ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি, ২০২২ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ৬৮টি (UR-28, SC-11, ST-4, OBC-19, EWS-6)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে ৫০% নম্বর) সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,৬০০/- টাকা - ১,১৯,৫০০/- টাকা

২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৩৪টি (UR-15, SC-4, ST-3, OBC-8, EWS-3, Backlog SC-1)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে ৫০% নম্বর) সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,৬০০/- টাকা - ১,১৯,৫০০/- টাকা

৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিকাল)
শূন্যপদ - ৩১টি (UR-15, SC-5, ST-2, OBC-6, EWS-3)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে ৫০% নম্বর) সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,৬০০/- টাকা - ১,১৯,৫০০/- টাকা

উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়া ইঞ্জিনিয়ারিং এর অন্য কোনো শাখাতে বি. ই/বি.টেক ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন না।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির ক্ষেত্রে ৫বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট (CBT) এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। মোট ২০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ৩ ঘণ্টা। যে যে বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল - পোস্ট অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়, জেনেরাল অ্যাওয়ারনেস এবং রিসনিং। MCQ টাইপ প্রশ্ন হবে। প্রশ্নপত্রের মাধ্যম হল - ইংরেজি এবং হিন্দি। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে মোট ২২টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য NHPC এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।  

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NHPC এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.nhpcindia.com/  এ ২১ ফেব্রুয়ারি, ২০২২ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে।

আবেদন ফি ২৯৫/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন ফি জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NHPC এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.nhpcindia.com/ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ