ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডে অফিস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র স্টেনোগ্রাফার সহ বিভিন্ন কারেন্ট ও ব্যাকলগ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 17/2021। আবেদন করতে হবে অনলাইনে NBCC এর অফিসিয়াল ওয়েবসাইটে ৮ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


কারেন্ট পোস্ট :-
১) ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ - ১০টি [UR - 6, SC - 1, OBC - 2, EWS - 1]
যোগ্যতা -  কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফুল টাইম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৩ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

২) ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল)
শূন্যপদ - ৪০টি (UR - 17, SC - 6, ST - 3, OBC - 10, EWS - 4)
যোগ্যতা -  কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ  ফুল টাইম ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৩) ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ - ১৫টি (UR - 7, SC - 2, ST - 1, OBC - 4, EWS - 1)
যোগ্যতা -  কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ  ফুল টাইম ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

ব্যাকলগ পোস্ট :-
৪) প্রোজেক্ট ম্যানেজার (সিভিল)
শূন্যপদ - ১টি (প্রতিবন্ধী)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ  ফুল টাইম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪৭ বছরের (এসসি/এসটি এর ক্ষেত্রে ৫২ বছর এবং ওবিসি(এনসিএল) এর ক্ষেত্রে ৫০ বছর) মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

৫) সিনিয়র স্টেনোগ্রাফার
শূন্যপদ - ১টি [OBC (NCL)]
যোগ্যতা - যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি স্টেনোগ্রাফি/টাইপিং এ প্রতি মিনিটে ১১০/৫০ টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ১০০/৪০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৪,৬৪০/-টাকা 

৬) অফিস অ্যাসিস্ট্যান্ট (স্টেনোগ্রাফার)
শূন্যপদ - ৩টি [OBC (NCL)]
যোগ্যতা - যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি স্টেনোগ্রাফি/টাইপিং এ প্রতি মিনিটে ৭০/৩৫ টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৭০/৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৪৩০/-টাকা 

Official Notice- Download

 


নির্বাচন পদ্ধতি


ক্রমিক নং ১ এবং ৪ নং পোস্টগুলির ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। ক্রমিক নং ২ ও ৩ নং পোস্ট গুলির ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীরা GATE পরীক্ষায় বসেছেন কেবল তারাই আবেদনের যোগ্য। GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ এবং GATE এর নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NBCC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nbccindia.com  এ ৮ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

Click to Apply

কেবল ক্রমিক নং ১ নং পোস্টের জন্য আবেদন ফি ১০০০/- টাকা এবং ক্রমিক নং ২ ও ৩ নং পোস্টের জন্য আবেদন ফি ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে ক্রেডিট/ডেবিট/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NBCC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nbccindia.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ