আয়কর ভবনে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : আয়কর ভবনে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PCCIT/WB&S/Pers./42/Sportsperson Recruitment/2021-22/14297। /42/Sportsperson Recruitment/2021-22/14297। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ এপ্রিল,২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
পে - স্কেল - লেভেল -১
আরও পড়ুন - অফিসার নিয়োগ করছে ESI
২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং প্রতি ঘণ্টায় ৮০০০ কী ডিপ্রেশন স্পীডে ডেটা এন্ট্রি করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
পে - স্কেল - লেভেল - ৪
আরও পড়ুন - কয়েক হাজার শূন্যপদে সরকারি দপ্তরে কর্মী নিয়োগ
৩) ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
পে - স্কেল - লেভেল - ৭
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।
স্পোর্টস কোটার ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
রাতে ঘুমিয়ে থাকলেও এই কাজ করলে ইনকাম হবে ঝড়ের গতিতে
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এই সময়সীমার মধ্যে সেরা তিনটি পারফরমেন্স এর ভিত্তিতে। শর্ট সিলেক্টেড প্রার্থীদের প্রফিসিয়েন্সী টেস্ট দিতে হবে। তার ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র আয়কর ভবনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometaxindia.gov.in থেকে ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Additional Commissioner of Income Tax, Headquaters (Personnel & Establishment), 1st floor, Room No. 14, Aayakar Bhavan, P-7, Chowringhee Square, Kolkata - 700069 '।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF __ UNDER MERITORIOUS SPORT PERSON'S QUOTA "
একাধিক পোস্টে আবেদন করা যাবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আয়কর ভবনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometaxindia.gov.in ।