ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বর্ডার রোড অর্গানাইজেশনে মোট ৩০২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2022।
১৮ বছর বয়স থাকলেই আবেদন করা যাবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ মে, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন - 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মাল্টি স্কিলড ওয়ার্কার (ম্যাসন)

শূন্যপদ - ১৪৭টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডের প্রফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now

২) মাল্টি স্কিলড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্ট্যান্ট)

শূন্যপদ - ১৫৫টি

যোগ্যতা - বায়োলজি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং/ANM কোর্সের এক বছরের সার্টিফিকেট অথবা সমতুল্য সার্টিফিকেট/আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস বা জেনেরাল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ট্রেনিং স্কুলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট ট্রেডের প্রফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

উল্লেখিত পোস্ট গুলির ক্ষেত্রে কেবলমাত্র পুরুষেরা আবেদনের যোগ্য।

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। 
লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যম হবে হিন্দি এবং ইংরেজি ভাষাতে। উত্তর লিখতে হবে কালো/নীল কালিতে।

আবেদন পত্রে দেওয়া উল্লেখিত নির্দিষ্ট উচ্চতা ও ওজন এর মান অনুযায়ী শারীরিক সক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি এবং বুকের ছাতির মাপ কমপক্ষে ৭৫ সেমি।

পরীক্ষার সিলেবাস, নম্বর, সময়সীমা প্রভৃতি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in  এ।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ মে, ২০২২ এর মধ্যে।  আবেদন পত্র ডাউনলোড করতে হবে BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in  থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ সেলফ অ্যাটেস্টেড করে খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Commandant GREF Centre, Dighi Camp, Pune - 411 015 '।
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF___CATEGORY UR/SC/ST/OBC/EWS/ESM/PwBD/CPL, WEIGHT AGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION__ ' ।

আবেদন মূল্য ৫০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া URL এর মাধ্যমে।

একই পোস্টে একাধিক বার আবেদন করা যাবে না। পৃথক পোস্টে আবেদন করলে পৃথক ভাবে আবেদন মূল্য জমা দিতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BRO এর অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ