বিগ ব্রেকিংঃ পি এস সি ক্লার্ক পরীক্ষার টাইপ টেস্টে ডাক পেলেন মোট ৯৬৯৩ জন
স্কিল বেঙ্গল ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। পি এস সি ক্লার্ক পরীক্ষার টাইপ টেস্টে ডাক পেলেন মোট ৯৬৯৩ জন।
টাইপ টেস্টে ডাক পাওয়া প্রার্থীদের সম্পূর্ণ তালিকা |
প্রসঙ্গত, পার্ট ১ এবং পার্ট ২ তে পাওয়া নম্বরের ভিত্তিতে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন মোট ৫৫ হাজার ৫৬ জন ক্লার্কশিপ পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছিল গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে। তখনই জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার টাইপ টেস্টে ডাক পাবেন মোট শূন্যপদ অনুযায়ী।
দেখে নিন ৩০ সেপ্টেম্বর এর বিজ্ঞপ্তি |
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে ৭২২৭ টি। টাইপ টেস্টে ডাক পেলেন মোট ৯৬৯৩ জন। অর্থাৎ ১ঃ১.৪ অনুপাতে ক্যাটেগরি ভিত্তিক ডাকা হয়েছে।
টাইপ টেস্টের আগে ২২ ডিসেম্বর, ২০২১ থেকে ৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইন মোডে ডকুমেন্ট ভেরিফিকেসান করা হবে এই লিঙ্কের মাধ্যমে- https://wbpsc.examsonline.co.in ।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ ।