ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ CBSE 'র সি টেট পরীক্ষা আপাতত স্থগিত থাকল। আজ ১৭ ডিসেম্বর, ২০২১ এ দুটি শিফট এ দুটি পেপারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারনে আজকের এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা নেওয়া হল না ১৬ এবং ১৭ ডিসেম্বর। এই দুটি দিনে যাদের পরীক্ষার তারিখ পড়েছিল তাদের কবে পরীক্ষা নেওয়া হবে তা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে- এমনটাই CBSE 'র  সূত্রে খবর। তবে ২০ ডিসেম্বর, ২০২১ থেকে যাদের যেমন পরীক্ষার সময় পড়েছে এবং পূর্ব নির্ধারিত যে কেন্দ্রে পরীক্ষা নেওয়ার কথা আছে সেখানেই পরীক্ষা নেওয়া হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

আরও পড়ুনঃ - টেট পরীক্ষার অফিসিয়াল প্র্যাকটিস সেন্টার

 

CBSE 'র সি টেট পরীক্ষার সূচী ছিল ১৬ ডিসেম্বর, ২০২১ থেকে ১৩ জানুয়ারি, ২০২১ পর্যন্ত। প্রসঙ্গত, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সহ সি বি এস ই অনুমোদিত কয়েক হাজার প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য সি টেট পরীক্ষায় পাশ করা আবশ্যিক। এর পাশাপাশি বেসরকারি স্কুলেও টেট পাশ প্রার্থী দের অগ্রাধিকার দেওয়া হয়।

 এই পরীক্ষা পাশ করলে একটি সার্টিফিকেট পাওয়া যায় যার বৈধতা আজীবন। তবে কেউ চাইলে স্কোর বাড়ানোর জন্য একাধিকবার পরীক্ষা দিতে পারবেন। 

টেট সার্টিফিকেট এর বৈধতার সংশোধনী বিজ্ঞপ্তি click here

পরীক্ষার সিলেবাস

পরীক্ষা নেওয়া হবে অনেকগুলি শিফটে ১৬ ডিসেম্বর, ২০২১ থেকে ১৩ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।  কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। 

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 

মোট ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন থাকবে। মোট সময় আড়াই ঘণ্টা।  এম সি কিউ টাইপের ৩০ টি করে প্রশ্ন থাকবে এই ৫ টি  বিষয়ে- 

  • Child Development and Pedagogy 
  • Language I (compulsory) 
  • Language II (compulsory) 
  • Mathematics 
  • Environmental Studies 
  • ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত

    মোট ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন থাকবে। মোট সময় আড়াই ঘণ্টা।  এম সি কিউ টাইপের ৩০ টি করে প্রশ্ন থাকবে এই ৫ টি  বিষয়ে- 

  • Child Development & Pedagogy(
  • Language I 
  • Language II
  • Mathematics and Science (for Mathematics and Science teacher) OR
  • Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher) *For any other teacher - either (IV) or (V)

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ