ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সুদীপ ঘোষ:- এবছর থেকেই পাল্টে যাচ্ছে স্নাতকোত্তর স্তরে ভর্তির পদ্ধতি। এতদিন স্নাতক স্তরে নম্বরের ওপর ভিত্তি করে স্নাতকোত্তরে ভর্তির মেধা তালিকা তৈরি হত। এবার এর বদলে চালু হল অভিন্ন প্রবেশিকা পরীক্ষা CUET । 

আরও পড়ুন -

এবার থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে দেশের ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় CUET র নম্বরই মাপকাঠি হিসেবে ধরবে। 

ইউ. জি. সি' র চেয়ারম্যান জগদীশ কুমার নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই কথা জানান।

ভর্তির তথ্য পুস্তিকা পাওয়া যাবে নীচের লিঙ্কে- 

CUET PG Information Bulletin 2022 2022
Accessible Version : View(7 MB)  

 

যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।  আবেদন প্রক্রিয়া চলবে ১৮ই জুলাই পর্যন্ত।

একই ব্যক্তি একাধিক বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেেন। তিনটি বিষয় পর্যন্ত আবেদন ফি- জেনারেলদের জন্য ৮০০ টাকা। ও.বি.সি এবং ই. ডাবলু.এস- দের জন্য ৬০০ টাকা। এস. সি, এস. টি. এবং থার্ড জেন্ডার দের জন্য ৫৫০ টাকা। আর বিশেষ ভাবে সক্ষম দের জন্য ৫০০ টাকা।

এছাড়া পরবর্তী বাড়তি বিষয়ে আবেদন করলে বিষয় প্রতি জেনারেলদের জন্য ২০০ টাকা ও বাকিদের জন্য ১৫০ টাকা করে দিতে হবে।

অনলাইনে প্রবেশিকা পরীক্ষা হবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার সিলেবাস পাওয়া যাবে নীচের লিঙ্কে- 

Syllabus of PG CU-CET 2021 2021
Accessible Version : View(6 MB)  

আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট https://cuet.nta.nic.in/  এ। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ