কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - R/355/02.09.2022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ অক্টোবর, ২০২২।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
বিভাগ - অ্যাপ্লাইড অপটিক্স অ্যান্ড ফটোনিকস
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ৩টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ১টি
৩) প্রফেসর
শূন্যপদ - ২টি
বিভাগ - অ্যাপ্লাইড ফিজিক্স
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ২টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ২টি
৩) প্রফেসর
শূন্যপদ - ২টি
বিভাগ - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ২টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ২টি
৩) প্রফেসর
শূন্যপদ - ৩টি
বিভাগ - কেমিক্যাল টেকনোলজি
১) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৫টি
২) প্রফেসর
শূন্যপদ - ৩টি
বিভাগ - কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ১টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৫টি
৩) প্রফেসর
শূন্যপদ - ২টি
বিভাগ - জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ২টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৩টি
৩) প্রফেসর
শূন্যপদ - ২টি
বিভাগ - পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ৩টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৩টি
বিভাগ - রেডিওফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ৩টি
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৯টি
৩) প্রফেসর
শূন্যপদ - ৭টি
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা - ইউ জি সি এর নিয়ম বিধি অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - প্রফেসর পোস্টের ক্ষেত্রে ১,৪৪,২০০/- টাকা - ২,১৮,২০০/- টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের ক্ষেত্রে ১,৩১,৪০০/- টাকা - ২,১৭,১০০/- টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে ৫৭,৭০০/- টাকা - ১,৮২,৪০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ অক্টোবর, ২০২২।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.caluniv.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই
ঠিকানায় - ' The Hon'ble Vice Chancellor, University of Calcutta, Darbhanga Building, 1st floor, 87/1, College Street, Kolkata - 700073 '
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Registrar University of Calcutta '।
আবেদন পত্রের সাতটি কপি ও ডিমান্ড ড্রাফটের কপি একসাথে করে জমা করতে হবে।
তবে যে সকল আবেদনকারী পূর্বে ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন (বিজ্ঞপ্তি নম্বর - Est./Advt./6530/2019) তাদের পুনরায় নতুন করে আবেদন করতে হবে।
কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে না। পূর্বের আবেদন মূল্য জমা করার রিসিট আবেদন পত্রের সাথে জমা করলেই হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.caluniv.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ