কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার সময়সীমা প্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সিটেট (CTET) পরীক্ষার কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময়সীমা ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
সারা দেশে মোট ২০টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর, ২০২২।
পেপার ১ ও পেপার ২ - এই দুটি পেপার আছে।
পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, যোগ্যতা প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশিত হবে CTET এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in এ।
আবেদন করতে হবে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটের দ্বারা।
কেবল মাত্র পেপার ১ অথবা ২ পরীক্ষার জন্য আবেদন মূল্য ১০০০/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।
আবার পেপার ১ ও ২ উভয় পেপারের পরীক্ষার ক্ষেত্রে আবেদন মূল্য ১২০০/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CTET এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in।