CSIR - ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটেরিয়ালস টেকনোলজিতে তে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সি এস আই আর - ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটেরিয়ালস টেকনোলজিতে (CSIR-IMMT) কর্মী নিয়োগ করা হবে ।
বিজ্ঞপ্তি নম্বর - PME/P59/2022।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মিনারেল ইঞ্জিনিয়ারিং এ বি.ই /বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
প্রোজেক্ট এর মেয়াদ - ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত
যে ইমেল আইডিতে আবেদন করতে হবে - tkundu@immt.res.in
২) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এনভায়রনমেন্টাল সায়েন্স/এগ্রিকালচার সায়েন্স/কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি ডিগ্রী অথবা কেমিক্যাল/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা
অথবা, সায়েন্স/কেমিক্যাল/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৪২,০০০/- টাকা
প্রোজেক্ট এর মেয়াদ - ৩১/১০/২০২৩ তারিখ পর্যন্ত
যে ইমেল আইডিতে আবেদন করতে হবে - manish@immt.res.in
আরও পড়ুনঃ ৮ টি সংস্থায় কাজের সুযোগ
৩) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বোটানি/বায়োটেকনোলজি তে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
প্রোজেক্ট এর মেয়াদ - ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত
যে ইমেল আইডিতে আবেদন করতে হবে - nkdhal@immt.res.in
৪) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ফিজিক্স/মেটেরিয়াল সায়েন্স এ এম.এসসি/এম.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৮,০০০/- টাকা
প্রোজেক্ট এর মেয়াদ - ৩১/০৩/২০২৫ তারিখ পর্যন্ত
যে ইমেল আইডিতে আবেদন করতে হবে - shahid@immt.res.in
৫) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি/ফিজিক্স এ পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪২,০০০/- টাকা
প্রোজেক্ট এর মেয়াদ - ৩১/০৪/২০২৩ তারিখ পর্যন্ত
যে ইমেল আইডিতে আবেদন করতে হবে - mamata@immt.res.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ এই শীতেই আসছে পুস্পা ২
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে CSIR - IMMT এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ স্ক্যান করে পোস্ট অনুযায়ী নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে পাঠাতে হবে।
কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং তার পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে।
একাধিক পোস্টে আবেদন করতে পারবেন তবে প্রতি পোস্টের ক্ষেত্রে পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CSIR - IMMT এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.immt.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।