ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ইঞ্জিনিয়ার নিয়োগ (Assistant Commandant (Civil/Engineer) in CRPF Examination, 2021) করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর R.II.15/2021-Rectt-DA-17।

 আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই, ২০২১।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট রা আবেদনের যোগ্য। বয়স হতে হবে ২৯ জুলাই, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। উচ্চতা হতে হবে ছেলেদের জন্য কমপক্ষে ১৬৫ সেমি এবং মেয়েদের জন্য ১৫৭ সেমি। ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ হওয়া চাই ৮১ সেমি। বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। উচ্চতা অনুপাতে ওজন হতে হবে। তবে ছেলেদের ক্ষেত্রে কোনোভাবেই ৫০ কেজির নীচে ওজন হলে চলবে না।

নিয়োগ পদ্ধতি

 

প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে মোট ৫ টি ধাপে-

  1. Stage-I Physical Standard Test/Physical Efficiency Test
  2. Stage-II Written Examination
  3. Stage-III Documentation/DME
  4. Stage-IV Review Medical Examination
  5. Stage-V Interview

শারীরিক মান নির্ণয়

 (a) 100 Meters Race In 16 Seconds (for Male) In 18 Seconds (for Female)

(b) 800 Meters Race In 3 Minutes 45 Seconds (for Male In 4 Minutes 45 Seconds (for Female)

(c) Long Jump 3.5 Meters (3 Chances) (for Male) 3.0 Meters (3 Chances) (for Female)

(d) Shot Put (7.26 Kgs) 4.5 Meters (3 Chances) (for Male) Not applicable for Female

লিখিত পরীক্ষা

লিখিত পরীক্ষায় থাকবে ২ টি পেপার - প্রথম পেপারে ২০০ নম্বর এবং দ্বিতীয় পেপারে ৩০০ নম্বর।

প্রথম পত্রের সিলেবাস

  1. General Awareness (Bilingual)
  2. Reasoning (Bilingual)
  3. Numerical Aptitude (Bilingual)
  4. General English
  5. Engineering Aptitude

মোট সময় ২ ঘণ্টা।

দ্বিতীয় পত্রে কনভেনশনাল টাইপের ৩০০ নম্বরের পপরীক্ষা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর।

আবেদন পদ্ধতি

আবেদন আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই, ২০২১।

অফিসিয়াল আবেদনপত্র- CLICK HERE

 

আবেদনের ফি ৪০০ টাকা। এস সি / এস টি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদনের ফি লাগবে না। আবেদন্ ফি জমা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফ্‌ট এর মাধ্যমে (in favour of DIG, Group Centre, CRPF, Rampur payable at SBI-Rampur)।  ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফ্‌ট কাটতে হবে ৩০ জুন, ২০২১ তারিখ বা তার পর।

আবেদনপত্র ডাকের মাধ্যমে বা হাতে হাতে ২৯ জুলাই, ২০২১ এর মধ্যে জমা করতে হবে এই ঠিকানায়-   “DIG, Group Centre, CRPF, Rampur, District-Rampur, U.P.-244901”। খামের ওপরে লিখতে হবে- “Central Reserve Police Force Assistant Commandant (Engineer/Civil) Exam, 2021”।

আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ঠিকানা লেখা ও প্রয়োজনীয় ডাক টিকিট সাঁটা ২ টি খাম, ২ কপি ছবি, আবেদন ফি এবং  প্রয়োজনীয়  কাগজপত্রের কপি দিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://crpf.gov.in/recruitment.htm

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ