ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ ফিল্ড ওয়ার্কার পোস্টে কর্মী নিয়োগ করছে কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার ইন্সটিটিউট।

কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

নিয়োগ করা হবে হাসপাতালের এই প্রোজেক্ট এ - “Integrated Programme on Noncommunicable diseases and Cancer Screening”।

এই নিয়োগের  বিজ্ঞপ্তি নম্বর - Advertisement No. 650 /2022

মাসিক বেতন ২০ হাজার টাকা।

আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১ টায় হাসপাতালের (হাজরা ক্যম্পাস) অফিসার ইন চার্জ এর চেম্বারে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্ট –সাদা কাগজে লেখা একটি আবেদনপত্র, বায়ো ডাটা, বয়স / শিক্ষাগত যোগ্যতা / প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ও অভিজ্ঞতার প্রমাণপত্র।

সমস্ত ডকুমেন্ট এর অরিজিনাল এবং জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now

 

কারা ইন্টারভিউ / আবেদনের যোগ্য ?

 

যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

ক্যানসার স্ক্রিনিং প্রোজেক্ট এ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। 

শুরুতে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও কাজের পারফরম্যান্স এর ভিত্তিতে এই মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন হাসপাতালের এই ওয়েবসাইট -  https://www.cnci.ac.in/career/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ