ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার খবর নতুন নয়। ছাত্র ছাত্রীরা সরকারি, বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে যোগ্যতার নিরিখে স্কলারশিপ পেয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে স্কলারশিপ হয় সরকারি বা বেসরকারি। তবে ব্যক্তিগত উদ্যোগে স্কলারশিপ দেওয়া, তাও আবার নিজের বেতনের টাকায় - এককথায় এই উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুনঃ Govt Jobs: সরকারি দপ্তরে কয়েক হাজার কর্মী নিয়োগ

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই প্রশংসনীয় কাজটাই করে দেখালেন। সালটা ২০২০। আর সময় মার্চ মাস। অর্থাৎ, করোনা মহামারী সবে শুরু। আর সেই সময়ই তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন। কিন্তু একজন সাংসদ হিসেবে তিনি যে বেতন এবং অন্যান্য ভাতা পাওয়ার যোগ্য তা তিনি নেননি। সিদ্ধান্ত নেন ওই টাকা শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার কাজে তিনি লাগাবেন।

আরও পড়ুনঃ ভারতে দেখা মিলল কালো বাঘের। ভাইরাল ভিডিও

যে সমস্ত ছাত্রছাত্রীরা আইনে ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে ২০২২ এ ভর্তি হবে তারা এই  স্কলারশিপ এর সুবিধে পাবেন। তবে যে কলেজে ভর্তি হবে তা যেন আসাম বা ভারতের যে কোনও রাজ্যের স্বীকৃত প্রতিষ্ঠান হয়। উল্লেখ্য যারা অলরেডি আইনের কোর্স করছে তারাও যোগ্যতা সাপেক্ষে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই  আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য ছাত্র ছাত্রীদের জানানো হবে।

আরও পড়ুনঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ

প্রসঙ্গত, বিচারপতি গগৈ ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন ২০১৯ এর ১৭ নভেম্বর। সংবিধানের ৮০ ধারা অনুযায়ী, ২০২০ র মার্চে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। জানা গেছে,  প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি যে পেনশন পান তা দিয়েই জীবন জীবিকা নির্বাহ করেন। সাংসদ হিসেবে তাঁর যা প্রাপ্য তা তিনি দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রী দের পড়াশুনোর জন্য খরচ করবেন।

টিম “স্কিল বেঙ্গল” এর পক্ষ থেকে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর জন্য রইল বিনম্র শ্রদ্ধা।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ