ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কনস্টেবল (ফায়ার) পদে চাকরির

সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। মোট শূন্যপদ - ১১৪৯টি।
আবেদন করতে হবে অনলাইনে ৪ মার্চ, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য 

পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যে কত শূন্যপদ রয়েছে , তা পাওয়া যাবে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in  এ ।

যোগ্যতা - বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ।
এর পাশাপাশি উচ্চতা হতে হবে ১৭০ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৮০ সেমি থেকে ৮৫ সেমির মধ্যে।
তবে নির্দিষ্ট কিছু অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ও বুকের ছাতির মাপের ছাড় আছে।
বয়স - বয়স হতে হবে ৪ মার্চ, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।


বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি 


ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) ও লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এ উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা দিতে পারবেন। লিখিত পরীক্ষা হবে OMR শিটে/কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। কোন নেগেটিভ মার্কিং নেই। হিন্দি/ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে।

কবে পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড প্রভৃতি সংক্রান্ত তথ্য পরবর্তীকালে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in  এ জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in  এ ৪ মার্চ, ২০২২ এর মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেবল পুরুষেরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির ছবির পিডিএফ, পাসপোর্ট ছবি, সিগনেচার প্রভৃতি স্ক্যান করে আপলোড করতে হবে।
তবে আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI/SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।

ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ৭ মার্চ, ২০২২।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ