ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের হলদিয়া শাখায় ২০২১ -2022 সেশনে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোর্স শেষে প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউশনের অ্যাডমিশন পোর্টালে ১৩আগস্ট, ২০২১ এর মধ্যে।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য। বয়স এর কোনো বিধিনিষেধ নেই।  শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। 

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- CLICK HERE

পড়ানো হবে এই ২ টি ডিপ্লোমা কোর্স- ১) ডিপ্লোমা ইন প্লাস্টিক মোল্ড টেকনোলজি বা ডি পি এম টি
২) ডিপ্লোমা ইন প্লাস্টিক টেকনোলজি বা ডি পি টি


দুটি কোর্সেরই মেয়াদ ৩বছর। 

কোর্সে ভর্তির যোগ্যতা


উচ্চমাধ্যমিক পাশ হতে হবে নিম্নলিখিত যে কোনো ৩ টি বিষয় নিয়ে-

ভৌতবিজ্ঞান/ গণিত/রসায়ন বিজ্ঞান/কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/জীব বিজ্ঞান/ইনফরমেশন প্রাক্টিসেস/ বায়োটেকনোলজি/ টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট/ কৃষিবিদ্যা / ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স/ বিজনেস স্টাডিজ/ আন্ত্রেপ্রেনিওরশিপ

অথবা,

মাধ্যমিক পাশ এবং নিম্নলিখিত ট্রেডে আই টি আই পাশ- 

জেনারেল মেশিনিস্ট / ড্রাফটসমান মেকানিকাল / ফিটিং/ প্লাস্টিকস / পলিমার / কেমিক্যাল টেকনোলজি

(দ্বিতীয় যোগ্যতা থাকলে সরাসরি ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাওয়া যাবে)

 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউশনের অ্যাডমিশন পোর্টালে । আবেদনের শেষ তারিখ ১৩আগস্ট, ২০২১।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.cipet.gov.in/ বা ফোন করতে পারেন এই সকল সহায়তা নম্বরে - ৯৭৪৯০৪২১৮৯/৭০০১১৮৭৪১৩/৭৪৭৮৪৫৫৩৬৭/৯০০২০৬৫৮০৯। 

প্রতিষ্ঠানের ঠিকানা- CIPET : Centre for Skilling and Technical Support (CSTS), City Centre, P.O.- Debhog, Dist. Purba Medinipur, Haldia - 721 657। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন https://www.cipet.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ