ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (CIPET) হলদিয়ায় ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

কোর্স শেষে প্লেসমেন্ট দেওয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে CIPET এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

আরও পড়ুন - 

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

১) প্লাস্টিক মোল্ড টেকনোলজি (DPMT)
কোর্সের মেয়াদ - ৩ বছর
যোগ্যতা - মাধ্যমিক পাশ

২) প্লাস্টিক টেকনোলজি (DPT)
কোর্সের মেয়াদ - ৩ বছর
যোগ্যতা - মাধ্যমিক পাশ

আরও পড়ুন - অবাক কান্ড ! নিজেই নিজেকে বিয়ে করছেন এই তরুণী

৩) প্লাস্টিকস প্রসেসিং অ্যান্ড টেস্টিং (PGD - PPT)
কোর্সের মেয়াদ - ২ বছর
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী

৪) প্লাস্টিকস মোল্ড ডিজাইন উইথ CAD/CAM (PD - PMD with CAD/CAM)
কোর্সের মেয়াদ - ১ বছর ৬ মাস
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি তে ডিপ্লোমা/DPT/DPMT

আরও পড়ুন - পরকীয়া সম্পর্ক অনুসন্ধান করে বৈচিত্র্যের

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে DPMT/DPT কোর্সে ভর্তি হতে পারবেন।

নির্বাচন পদ্ধতি

প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য ছাত্র ছাত্রী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে CIPET এর অফিসিয়াল ওয়েবসাইট www.cipet.gov.in এর মাধ্যমে।
ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন - শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল আলম 

কোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 7001187413/9749042189/9002065809 বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে trainingcipet.haldia@gmail.com

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CIPET এর অফিসিয়াল ওয়েবসাইট www.cipet.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ