ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ ক্লার্ক, অ্যাটেন্ড্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রি।

আবেদন করতে হবে অনলাইনে ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইটে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) লাইব্রেরী ক্লার্ক –

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা লাইব্রেরী সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।  

বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

শূন্যপদ ১ টি (জেনারেল)।

 

২) মেডিক্যাল রেকর্ড ক্লার্ক –

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। শূন্যপদ ১ টি (জেনারেল)।

 

৩) ওয়ার্ড অ্যাটেন্ড্যান্ট  –

মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

হাসপাতালে কাজের অভিজ্ঞতা  থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা। শূন্যপদ ৯৩ টি ।

 

৪) নিডল ওমেন–

মাধ্যমিক পাশ মেয়েরা আবেদনের যোগ্য।

এমব্রয়ডারি/ নিডল ওয়ার্ক এ আই টি আই সহ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

শূন্যপদ ১ টি (এস সি)।

 

৫) অকুপেশানাল থেরাপিস্ট -

অকুপেশানাল থেরাপি তে গ্র্যাজুয়েট এবং  অকুপেশানাল থেরাপিস্ট এ ২ বছর কাজের অভিজ্ঞতা অথবা,

সায়েন্সে উচ্চমাধ্যমিক পাশের পর অকুপেশানাল থেরাপি তে ২ বছরের ডিপ্লোমা এবং অকুপেশানাল থেরাপিস্ট এ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।

বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা।

শূন্যপদ ১ টি (ও বি সি)।

 

পোস্ট অনুযায়ী প্রার্থী বাছাই এর পদ্ধতি আলাদা।

মেধা তালিকা তৈরিতে নেওয়া হতে পারে -  কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং স্কিল টেস্ট। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now 

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের ফি জেনারেল এবং ই ডব্লিউ এস দের জন্য ১০০০ টাকা।  

আবেদনের শেষ তারিখ -  ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদনের লিঙ্ক – Apply Now

ফর্ম ফিলাপ সংক্রান্ত যে কোনও সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানের এই সহায়তা নম্বরে - 6268003264 , 6268062129 বা মেল করতে পারেন এই মেল আই ডি তে- cip.helpdesk@cbtexams.in । 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সেন্ট্রাল ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির অফিসিয়াল ওয়েবসাইট - https://cipranchi.nic.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ