ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (CDAC) এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CDAC/GrpB-S&T/2022/001।T/2022/001।

আবেদন করতে হবে অনলাইনে ৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স আই টি/কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রথম শ্রেণীর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ৩৫,৪০০/- টাকা

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে CDAC এর অফিসিয়াল ওয়েবসাইট www.cdac.in এর মাধ্যমে ৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

নয়ডা অঞ্চলে এই নিয়োগ করা হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CDAC এর অফিসিয়াল ওয়েবসাইট www.cdac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ