আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পোস্টের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল
স্কিল বেঙ্গল ডেস্কঃ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার স্কেল-১ পোস্টের (CRP RRBs X) অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল।
কল লেটার (অ্যাডমিট কার্ড) পাওয়া যাবে আই বি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইটে ৭ আগস্ট, ২০২১ পর্যন্ত। কল লেটার ডাঊনলোড করতে লাগবে -Registration No / Roll No and Password / DOB(dd-mm-yy)। রেজিস্ত্রেসান নম্বর এবং পাসওয়ার্ড পাবেন আপনার মেল আই ডি তে। ফর্ম ফিল আপ এর সময় পরীক্ষার্থীদের রেজিস্টারড মেল আই ডি তে এটি পাঠানো হয়েছে।
কল লেটার ডাউনলোড এর অফিসিয়াল লিঙ্ক - CLICK HERE
পরীক্ষার সিলেবাস ও অন্যান্য তথ্যের লিঙ্ক- CLICK HERE
আরও বিস্তারিত তথ্য পেতে দেখুন IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/।