সি- টেট পরীক্ষার ফল প্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্কঃ চলতি বছরের ৩১ জানুয়ারি তে হওয়া সি- টেট (Central Teacher Eligibility Test) পরীক্ষার ফল প্রকাশিত হল।
প্রথম পেপারে পাশ করেছেন ৪১৪৭৯৮ জন। দ্বিতীয় পেপারে পাশ করেছেন ২৩৯৫০১ জন।
পরীক্ষার্থীরা সি -টেট এবং সি বি এস ই র ওয়েবসাইট এ রোল নম্বর দিয়ে লগ ইন করে রেজাল্ট দেখতে পাবেন।
সি- টেট (Central Teacher Eligibility Test) পরীক্ষার মার্কশিট পাওয়া যাবে ডিজি লকার থেকে। যারা পাশ করেছেন তারা কিভাবে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন তার লগইন ডিটেলস রেজিস্টার্ড মোবাইল নম্বরে পেয়ে যাবেন।
আরও বিস্তারিত তথ্য পাবেন সি -টেট এবং সি বি এস ই র ওয়েবসাইট এ।