ব্রাইডাল মেকআপ কোর্স - চাকরি বা ব্যবসার দুনিয়ায় এই প্রজন্মের সেরা হাতছানি
নিজের সৌন্দর্য্যের প্রশংসা শুনতে সব নারীই ভালোবাসেন ও নিজেকে সুন্দর রাখার সবরকম প্রচেষ্টা তারা প্রতিনিয়ত করেই থাকেন ,কিন্তু জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে কনের সাজে নিজেকে মনের মতো সাজানোর ও হবু জীবনসঙ্গীর চোখে সেই রূপ স্মরণীয় করে রাখার যে ইচ্ছা একজন মেয়ে নিজের মনে সঞ্চিত রাখেন তার তুলনা হয়না।বিয়ের দিন একটি মেয়েকে তার কাঙ্খিত রূপে সাজিয়ে তোলার দায়িত্বে যারা থাকেন তারা হলেন মেকআপ আর্টিস্ট ,তাদের হাতের জাদুতেই প্রতিটি কনে বিয়েরদিন অপরূপা হয়ে ওঠেন। বর্তমানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের চাহিদা তুঙ্গে ,তার মধ্যে আবার ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের কদর অনেকবেশি কারণ বিয়েরদিনে কনেকে মোহময়ী করে তুলতে এদের জুড়ি নেই। বহু ছেলে মেয়ে আজকাল প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং উন্নতিও করছেন,এখন স্কুলের পাঠ শেষ করে যেকোনো ছাত্র বা ছাত্রী মেকআপ আর্টিস্ট কোর্স করতে পারে এবং কোর্সের পরে কোনো নামি স্যালোনে বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারে।
কিভাবে ব্রাইডাল মেক আপের কোর্স করে একজন সফল মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারেন
ব্রাইডাল মেকআপ কোর্স - প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের চাহিদা ও কদর যত বাড়ছে ততই বাড়ছে এই কোর্সের চাহিদাও। আমাদের রাজ্যে তথা গোটা দেশেই বড় ছোট বহু ইনস্টিটিউটেই ব্রাইডাল মেকআপের কোর্স করানো হয় ,এই কোর্সগুলির সময়সীমা তিন মাস থেকে এক বছর পর্যন্ত হয় এবং কোর্স ফিস ২০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা অবধি হয়ে থাকে। তবে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে তারতম্য হতে পারে। প্রফেশনাল মেকআপ বা ব্রাইডাল মেকআপ কোর্সের মধ্যে ,স্কিন কেয়ার রুটিন ,মেকআপ অ্যাপলিকেশন ও রিমুভাল ,হেয়ার স্টাইলিং ,স্পেশাল এফেক্ট ,এয়ারব্রাশ মেথড ইত্যাদি বিষয় শেখানো হয়।
ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের কাজের সুযোগ - একজন সফল মেকআপ আর্টিস্ট হতে গেলে শুধু কোর্স করলেই চলবে না ,যেহেতু এই কাজে প্রচুর জনসংযোগ করতে হয় তাই সবার আগে একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করতে হবে ,তাকে কর্মঠ ,তৎপর ,শান্ত ও ভালো শ্রোতা হতে হবে কারণ এই কাজে ক্লায়েন্টই শেষ কথা বলবে। ভারতবর্ষের বর্তমান পরিকাঠামোতে ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের চাহিদা যেমন তৈরি হয়েছে তেমনি প্রতিযোগিতাওকিছু কম নেই ,তাই নিজেকে টিকিয়ে রাখার জন্য সবসময় আপডেটেড থাকা প্রয়োজন ,লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড ও মেকআপ ট্রেন্ড অবশ্যই জানতে হবে।শুধু বিয়ের মরসুমেই নয় সারা বছর কাজ করতে হবে ও নিজের পাবলিক রিলেশন সঠিকভাবে বজায় রাখা উচিত নাহলে কাজ পেতে অসুবিধা হতে পারে।সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের পাবলিক রিলেশনকে উন্নত করে তোলা যায় ,আপনার করা ব্রাইডাল মেকাপ এর প্রচুর ছবি ,ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করতে পারেন, এর ফলে খুব কম সময়ে অনেকবেশি মানুষের কাছে আপনার কাজ পৌঁছে যাবে।একজন মেকাপ আর্টিস্টের পক্ষে এর থেকে ভালো বিজ্ঞাপন আর হবে ন। ফেসবুক ও ইনস্টাগ্রাম বা ইউটিউবে নিজের পেজ তৈরি করে সেখানে ছবির সাথে সাথে লাইভ মেকআপ টিউটোরিয়াল করলে প্রচুর ফলোয়ার পেতে পারেন এবং এই সবই আপনাকে কাজ পেতে সাহায্য করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে স্যালোনে কাজ করার সুযোগ ও সম্ভাবনা আর্টিস্টদের অনেক বেশি থাকে কারণ একটি সার্ভে অনুযায় আগামী দশ বছরে স্যালোনে চাকরির সুযোগ প্রায় ১৪% বাড়বে। মেক আপ আর্টিস্টদের কাজের অভিজ্ঞতা তাদের অনেক এগিয়ে নিয়ে যায় ,সেই জন্য শুধু বিয়ে নয় ফ্যাশন শো ,টেলিভিশন ,অ্যাডভার্টাইসিং এজেন্সি ও ম্যাগাজিন ইত্যাদিতে কাজের সুযোগ পেলে তা অবহেলা করা উচিত নয় ,এই অভিজ্ঞতা গুলি পরবর্তীকালে আরো উন্নতি করতে সাহায্য করবে।
ব্রাইডাল মেকআপ কোর্স প্রশিক্ষণের কয়েকটি প্রতিষ্ঠান
১)ভি এল সি সি ইনস্টিটিউট অফ বিউটি এন্ড নিউট্রিশন
২)ল্যাকমে অ্যাকাডেমি
৩)ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ পারফরম্যান্স
৪)হেড টার্নার্স অ্যাকাডেমি
৫)সোমিস বিউটিশিয়ান কোর্স
৬)লরিয়াল মেক আপএন্ড বিউটিশিয়ান অ্যাকাডেমি
৭)শ্যামস মেকআপ এন্ড কসমেটোলজি ইনস্টিটিউট
৮)দেবিকা মিস্ত্রি মেকআপ অ্যাকাডেমি
৯)পিঙ্কিস মেকআপ একাডেমী
১০)ডেভিস প্রিমিয়ার মেকআপ
মেকআপ আর্টিস্ট বা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যে নামেই সম্মোধন করা হোকনা কেন আদতে এরা সকলেই শিল্পী ,অসাধারণ কল্পনাশক্তি ও শৈল্পিক চিন্তাধারা না থাকলে একজন মানুষকে সাজিয়ে তোলা সম্ভবপর হয়না। সঠিক প্রশিক্ষণ ও তালিম পেলে তবেই একজন দক্ষ মেক আপ আর্টিস্ট হয়ে ওঠা যায় ,সেইসঙ্গে নিজের পরিশ্রম ও অধ্যাবসায় এগিয়ে চলতে সাহায্য করে ,তাই আপনার মধ্যে যদি একজন শিল্পী বাস করেন তাহলে আর দেরি না করে আজই ব্রাইডাল মেক আপের প্রশিক্ষণ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার দিকে পা বাড়িয়ে দিন।