ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আগামী ২ মাসের মধ্যে রাজ্যে নিয়োগ করা হবে ১৫ হাজার শিক্ষক। আজ মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু। আদালতের নির্দেশ মোতাবেক চাকরি প্রার্থীদের অভিযোগের নিস্পত্তি করে এই নিয়োগ করা হবে। 

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বারবার আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে যায় নিয়োগ প্রক্রিয়া। গত জুলাই মাসে আপার প্রাইমারি তে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নেয়। আদালতের  পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনোরকম অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে নিস্পত্তি করতে হবে। এরপরই কয়েক হাজার অভিযোগ আসতে থাকে। তাই সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেয় আদালত। কমিশনকে ৩ মাস সময় দেওয়া হয় সব অভিযোগ নিষ্পত্তি করার জন্য। সূত্রের খবর, কমিসনের তরফে খুব দ্রুততার সঙ্গে সব অভিযোগের নিস্পত্তি প্রক্রিয়া চলছে।

বিশেষ সূত্রের খবর আগামী ডিসেম্বরের মধ্যেই সমস্ত অভিযোগের নিস্পত্তি করা সম্ভব হবে এবং আদালতের নির্দেশ মেনেই খুব দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ