ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ধীরে ধীরে নামছে পারদ। আবহাওয়ার সাথে সাথে বদলাচ্ছে চারপাশ৷ হিমেল হাওয়ার সাথে সাথেই। গাছেদের পাতাঝরা আর নতুনভাবে সবুজ হয়ে ওঠার দিন। ভোরের কুয়াশা গাঢ় হওয়ার সাথে সাথেই দ্রুত নেমে আসবে সন্ধ্যে। শিরশিরানি শীতে হাত পা সেঁধিয়ে যাবে জ্যাকেটের পকেটে। বাংলায় এখনও জাঁকিয়ে শীত পড়েনি। কড়া নাড়ছে। ধীরে ধীরে আলমারি থেকে বেরোচ্ছে তুলে রাখা শীতপোষাক। দীর্ঘদিন পর সেই পুরোনো স্যোয়েটার কিংবা মাফলার অথবা কোনো স্বজনের দেওয়া শাল আপনাকে এবারও ওম দেবে। কিন্তু এই বছরও শীতের কটাদিন কি ঐ পুরোনো একঘেয়ে গরম পোষাকগুলো পরেই চালিয়ে দেবেন নাকি নিজের ওয়ার্ড্রোবকে আপগ্রেড করবেন ট্রেন্ডি পোশাকে? যদি আপগ্রেড করতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে ফ্যাশনের ক্ষেত্রে কি কি 'ইন' রয়েছে ফ্যাশনে। তা জেনে নিয়ে সেগুলো ফলো করলেই আপনি ট্রেন্ডি।

লেদার জ্যাকেট বরাবরই ট্রেন্ডি

শীতের দিনে লেদার জ্যাকেট বরাবরই ট্রেন্ডি। লেটনাইট পার্টি কিংবা মিটিং। লেদার জ্যাকেট এমনই এক পোশাক যা আপনি যে কোনো জায়গাতেই পরে যেতে পারেন। তবে এখন লেদার জ্যাকেট বলতে শুধু কালো বা ব্রাউন নয়৷ এসে গিয়েছে হাজারও রকমারি রঙের জ্যাকেট। ট্রেন্ডি সেটাই। জায়গা বিশেষে সঠিক রঙ বিচার করে পরে ফেলুন সেরকমই কোনো জ্যাকেট।

সিল্কের শার্ট এইবার থাকবে ট্রেন্ডির লিস্টে

কাপড়ের ক্ষেত্রেও খানিকটা এক্সপেরিমেন্ট করতে পারেন এইবার। সাধারণত গরমকালে বা বর্ষাকালে আমাদের দেশে আবহাওয়ার জন্য পাতলা সূতির কাপড়ই সবচেয়ে আরামদায়ক। কিন্তু শীতে কিছুদিনের জন্য সূতি পরার অভ্যেস ছাড়তে পারেন৷ মেয়েরা তো বটেই এখন ছেলেদের জন্যেও নানা রকমের গ্লসি কাপড়ের শার্ট আসছে। বিশেষ করে সিল্কের শার্ট এইবার থাকবে ট্রেন্ডির লিস্টে।

গতবছর থেকেই প্রিন্ট ফ্যাশনে 'ইন' 

এবারের শীতে এক্সপেরিমেন্ট করুন প্রিন্ট নিয়েও। একইধরনের চেকের বদলে মহিলা এবং পুরুষেরাও ট্রাই করতে পারেন ফ্লোরাল ডিজাইন কিংবা বিভিন্ন প্রিন্ট। গতবছর থেকেই প্রিন্ট ফ্যাশনে 'ইন' রয়েছে। এইবার শীতে একধাপ এগিয়ে মহিলারা ট্রাই করতে পারেন অ্যানিম্যাল প্রিন্ট। বিশেষত প্যান্ট এবং স্কার্ফের ক্ষেত্রে এই প্রিন্ট এইবার দারুন জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।

এক্সাইটমেন্ট এনে দিতে পারে ফ্লুরোসেন্ট কালার

শীতকাল মানেই খানিকটা রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া। তার মধ্যেই খানিকটা এক্সাইটমেন্ট এনে দিতে পারে ফ্লুরোসেন্ট কালার। কনফিডেন্সের সাথে ক্যারি করুন ফ্লুরোসেন্ট কালারের পোশাক আর সকলের মধ্যে থেকেও আলাদা করে নজর কেড়ে নিন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গোলাপি রঙটি এবার বিশেষ নজরে থাকবে। ছেলেরা অন্য রঙের সাথে সাথে ট্রাই করুন হলুদ রঙের স্যোয়েটার বা জ্যাকেট। এবারের শীতে এগুলোই হতে চলেছে ট্রেন্ডি কালার।

সাবেকিয়ানাও যথেষ্ট ট্রেন্ডি

সাথে থাকুক খানিকটা সাবেকিয়ানাও। পুরুষরা পাঞ্জাবির সাথে এইবার ব্যবহার করুন আকর্ষণীয় প্রিন্টের হাফ জ্যাকেট বা জহর কোট৷ এই আদল পুরোনো হলেও এর আবেদন চিরকালীন। নানারকমের প্রিন্টে দোকানে দোকানেও এই ধরণের কোটের সংখ্যা ক্রমশ বাড়ছে। মহিলারা শাড়ির সাথে ব্যবহার করুন ডিজাইনার শাল। ভারতের নানা প্রান্তের স্বকীয় ডিজাইনের এইসব শাল এবার যথেষ্ট ট্রেন্ডি থাকবে।

বিশেষ ট্রেন্ড - ডিজাইনার মাস্ক

এছাড়াও নানারকমের অ্যাক্সেসারিজ তো রয়েছেই। সেগুলোতেও আনুন নতুনত্বের ছোঁয়া। এবারের শীতে বিশেষ ট্রেন্ডি হতে চলেছে ডিজাইনারমাস্ক। যা আপনাকে ব্যবহার করতেই হবে তাকে আরও আকর্ষণীয় করে স্টাইল স্টেটমেন্টে যুক্ত করে নেওয়াটাইবুদ্ধিমানের কাজ৷

 

ট্রেন্ডি থাকার প্রধান শর্তই হল সাহসী হওয়া এবং নিজের মত করে পোশাকের ব্যপারে এক্সপেরিমেন্ট করা। উপরের উদাহরণগুলোর সাথে সাথে নিজেও ভালো করে ভাবুন কি পরলে আপনাকে ভালো লাগবে৷ শীতের হাত থেকে বাঁচতে গরম পোশাকে এবারের শীতে এভাবেই ট্রেন্ডে থাকুন, আরও আকর্ষণীয় করে তুলুন নিজেকে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ