ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আর মাত্র ৬ দিন বাকি, ক্লাস এইট থেকে উচ্চমাধ্যমিক পাশদের আর্মিতে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত নয়। ব্যারাকপুরে ইন্ডিয়ান আর্মির র‍্যালি হবে এই সকল পোস্টের জন্য - SOLDIER GENERAL DUTY, SOLDIER TECHNICAL, SOLDIER CLERK / STORE KEEPER TECHNICAL, SOLDIER TRADESMEN। 

আবেদন করতে হবে অনলাইনে ২১ আগস্ট, ২০২১ এর মধ্যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। 

অফিসিয়াল আবেদনের লিঙ্ক CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি  CLICK HERE

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১) সোলজার জেনারেল ডিউটি - প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ এবং মোট ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ২০০০ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৯ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। 

(২) সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েসান/ অ্যামুনেসান এক্সামিনার - প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ও ইংরেজি বিষয় সহ সায়েন্সে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৯ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। 

(৩) সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট / নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি - প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি  বা বটানি, জুলজি ও ইংরেজি বিষয় সহ সায়েন্সে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৯ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই।  

(৪) সোলজার ক্লার্ক / স্টোরকিপার / টেকনিক্যাল - প্রতিটি বিষয়ে ৫০ শতাংশ এবং মোট কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ইংরেজি এবং ম্যাথ / অ্যাকাউন্ট / বুক কিপিং এ ৫০ শতাংশ নম্বর না থাকলে আবেদন এর যোগ্য নন। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই।  

(৫) সোলজার ট্রেডসম্যান ( ক্লাস টেন) - প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৯ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই।  

(৬) সোলজার ট্রেডসম্যান ( ক্লাস এইট) - প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর সহ ক্লাস এইট পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৪ এর মধ্যে। উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৯ সেমি, বুকের ছাতির মাপ হওয়া চাই কমপক্ষে ৭৭ সেমি, পাশাপাশি বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই।

প্রতিটি পোস্টের ক্ষেত্রে গোর্খা , ট্রাইবাল দের ক্ষেত্রে উচ্চতা, ওজন এবং বুকের ছাতির মাপে ছাড় রয়েছে। 

র‍্যালিতে ১.৬ কিমি দৌড়, জিগজাগ ব্যালেন্স, ৯ ফুট ডিচ ও পুল আপ টেস্ট নেওয়া হবে। উচ্চতার সঙ্গে মানানসই ওজন ও শারীরিকভাবে সুস্থ হওয়া চাই। মেডিক্যালি ফিট থাকলে র‍্যালি সাইটেই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কবে কোথায় পরীক্ষা হবে তখনই জানিয়ে দেওয়া হবে। 

অ্যাডমিট কার্ড ও কবে র‍্যালি হবে তা র‍্যালি হওয়ার ১৫ দিন আগে পরীক্ষার্থীদের রেজিস্টার্ড ই মেল আই ডি তে জানিয়ে দেওয়া হবে।  র‍্যালি সাইটে অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না। র‍্যালি হওয়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড টেস্ট এর রিপোর্ট (কোভিড -১৯ এর কোনও  উপসর্গ নেই এই মর্মে মেডিক্যাল সার্টিফিকেট) দাখিল করতে হবে র‍্যালি সাইটে। কনটেনমেন্ট জোন এর পরীক্ষার্থীদের র‍্যালি তে প্রবেশ করতে দেওয়া হবে না। ফেস মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার অবশ্যই পরীক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে। 

মনে রাখবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী , বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বাসিন্দারাই কেবলমাত্র এই র‍্যালি তে আবেদন করতে পারবেন। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in/  বা  যোগাযোগ করতে পারেন এই অফিসিয়াল নম্বরে - 033-25452958, 29770813, 29770814। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ