মোট ৫০০ টি শূন্যপদে কয়েকমাসের মধ্যেই ব্যাঙ্কে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : অফিসার হওয়ার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে আগামী মাসেই। আপাতত ১২ মার্চ, ২০২২ এ পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। কবে কোথায় ইন্টারভিউ নেওয়া হবে তা খুব শীঘ্রই জানানো হবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর - AX1/ST/RP/Generalist Officer Scale - II & III/Project III/2022 - 23। মোট ২ টি পোস্টে ৫০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। একজন পরীক্ষার্থী কেবলমাত্র ১ টি পোস্টেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আবেদনের লিঙ্ক | Apply Now |
নাম রেজিস্ট্রেশান এর জন্য এখানে ক্লিক করুন | |
Login for already Registered Candidates
(for editing application/online payment/e-receipt print/application print)
|
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জেনারালিস্ট অফিসার স্কেল II
শূন্যপদ - ৪০০টি (UR-162, SC-60, ST-30,OBC-108, EWS-40)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট () অথবা সিএ/সিএমএ/সিএফএ ডিগ্রী পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসসি/এসটি/ওবিসি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫% নম্বর পেলেই হবে। বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা
২) জেনারালিস্ট অফিসার স্কেল III
শূন্যপদ - ১০০টি (UR-41, SC-15, ST-7,OBC-27, EWS-10)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট () অথবা সিএ/সিএমএ/সিএফএ ডিগ্রী পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসসি/এসটি/ওবিসি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫% নম্বর পেলেই হবে। বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৩০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির জন্য ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই উল্লেখিত যোগ্যতা ছাড়াও কম্পিউটারে দক্ষতা, ভালো কমিউনিকেশন, অ্যানালিটিক্যাল ও ড্রাফটিং স্কিল থাকতে হবে।
প্রবেশন পিরিয়ড - ১ বছর। কমপক্ষে ২ বছর কাজ করা বাধ্যতামূলক এবং ব্যাঙ্ক থেকে জয়নিং এর সময় এই ২ বছর কাজের পরিপ্রেক্ষিতে ২ লক্ষ টাকার বন্ড এ চুক্তিবদ্ধ করা হবে।
নির্বাচন পদ্ধতি
অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার মোট নম্বর ১৫০। সময় সীমা ২ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। কোন নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১০০ নম্বরের। দুটি ধাপে প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা থাকবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharastra.in এ ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ১১৮০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য ১১৮/- টাকা। প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofmaharastra.in ।