ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যাঙ্ক অফ বরোদার ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে রিলেশনশিপ ম্যানেজার পোস্টে কয়েকশো কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ৯ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

Wms Detailed Advertisement

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ - ৩২৬টি (SC - 44, ST - 42, OBC - 101, EWS - 47, UR - 92)
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যানেজমেন্ট এ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা এবং রেগুলেটরি সার্টিফিকেশন (NISM/IRDA) থাকলে অগ্রাধিকার ।
বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ অনুযায়ী  ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে।

কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।

#Bank_of_Baroda_Relationship_Manager_Recruitment_2021

২) ই-ওয়েল্থ রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ - ৫০টি (SC - 8, ST - 4, OBC - 14, EWS - 5, UR - 19)
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১.৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যানেজমেন্ট এ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা এবং রেগুলেটরি সার্টিফিকেশন (NISM/IRDA) থাকলে অগ্রাধিকার।
বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ অনুযায়ী কমপক্ষে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


প্রাথমিক ভাবে বাছাই  প্রার্থীদের  ইন্টারভিউ/গ্রুপ ডিসকাশন/অন্য কোন নির্বাচন পদ্ধতির জন্য নির্বাচন করা হবে।

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট https://smepaisa.bankofbaroda.co.in/bobSRM/  - এ ৯ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

আবেদন ফি ৬০০/- টাকা তবে এস সি/এস টি/মহিলা/প্রতিবন্ধীদের ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট  https://www.bankofbaroda.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ