ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২২ শিক্ষাবর্ষে বি.এড কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - 09/21। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১৬ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।

ক্লাস শুরু হবে ১ অক্টোবর, ২০২১ থেকে। 

কোর্সের মেয়াদ - ২ বছর। ৪টি সেমিস্টারে বিভক্ত।
মোট আসন সংখ্যা - ৫০ টি
বাংলা/ইংরেজি দুটি মাধ্যমেই পড়ানো হবে।

যে যে মেথড সাবজেক্ট পড়ানো হবে সেগুলি হল - বাংলা, ইংরেজি, সংস্কৃত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত, ভূগোল, অর্থনীতি, রাজনৈতিক বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা বিজ্ঞান এবং অন্যান্য।

যোগ্যতা

কমপক্ষে ৫০% নম্বর নিয়ে স্কুল সাবজেক্ট গুলির মধ্যে যে কোন একটি বিষয়ে গ্র্যাজুয়েট/ মাস্টার ডিগ্রী থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে বিজ্ঞান/গণিত একটি বিষয় সহ  ইঞ্জিনিয়ারিং/বিসিএ/এমসিএ ডিগ্রী থাকতে হবে।

বয়সসীমা - ফ্রেসারস ছাত্র ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুলাই, ২০২১ অনুযায়ী  ৩৭ বছরের মধ্যে। তবে ডেপুটেডেড টিচার্স দের ক্ষেত্রে বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই।

সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীগুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে নির্বাচিত করা হবে।

চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে এই পদ্ধতিতে -
১) মাধ্যমিকের জন্য সর্বোচ্চ বরাদ্দ নম্বর - ১০
২) উচ্চমাধ্যমিকের জন্য সর্বোচ্চ বরাদ্দ নম্বর - ২০
৩) বি.এ/বি.এসসি/বি.কম (জেনারেল/পাস) - ২০
৪) বি.এ/বি.এসসি/বি.কম (অনার্স) - ৩০
৫) এম.এ/এম.এসসি/এম.কম - ২০

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১৬ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।
অ্যাডমিশন পোর্টালটি হল - http://admission.klyuniv.ac.in

করোনা পরিস্থিতির কারণে কোনো আবেদন ফি লাগবে না।

ডেপুটেডেড টিচার্সদের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) অবশ্যই জমা দিতে হবে। পাশাপাশি স্কুলের হেডমাস্টার/হেডমিস্ট্রেস এর রিলিজ অর্ডার, এম সি রেজোলিউশন এর আটেস্টেড কপি, তিন কপি পাস পোর্ট সাইজ ছবি এবং ডেপুটেশন সার্টিফিকেট জমা দিতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ তারিখ :-
১) আবেদনের শেষ তারিখ - ১৬ সেপ্টেম্বর, ২০২১
২) প্রভিশনাল তালিকা প্রকাশিত হবে - ২১ সেপ্টেম্বর, ২০২১
৩) নির্বাচিত আবেদনকারীদের ভর্তির তালিকা (প্রথম) প্রকাশিত হবে - ২৬ সেপ্টেম্বর, ২০২১
৪) ভর্তি হওয়ার দিন - ৩০ সেপ্টেম্বর, ২০২১
৫) ক্লাস শুরু হবে - ১ অক্টোবর, ২০২১
৬) সম্ভাব্য ভর্তির তালিকা (দ্বিতীয়) - ৮ অক্টোবর, ২০২১

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.klyuniv.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ